Sunday, January 10, 2016
গভর্নরের শাসন জারি জম্মু ও কাশ্মিরে
জম্মু ও কাশ্মিরের নির্বাচিত মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের মৃত্যুতে সরকারবিহীন হয়ে পড়া রাজ্যটিতে গভর্নরের শাসন জারি করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে শনিবার জানায়, জম্মু ও কাশ্মির রাজ্যে গভর্নরের শাসন জারি করা হয়েছে। সাঈদের মৃত্যুর পর তার কন্যা ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শরিক পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রেসিডেন্ট মেহবুবা মুফতিকে রাজ্যটির নতুন মুখমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। কিন্ত বাবার মৃত্যুর পর চারদিন পার হওয়া না পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে অস্বীকার করেছেন মেহবুবা। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়া দিল্লির এআইআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাঈদ।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment