প্রিমিয়ার লিগ পাওয়ারহাউজ চেলসি তাদের পুরোনো ডিফেন্ডার ডেভিড লুইজকে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই থেকে তিন বছরের চুক্তিতে আবারো দলে ফিরিয়ে এনেছে। ইংলিশ ক্লাব বুধবার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
২৯ বছর বয়সী লুইজ ২০১৪ সালে চেলসি থেকে পিএসজিতে ৫০ মিলিয়ন পাউন্ডে চলে গিয়েছিলেন। ঐ সময় এটাই কোন ডিফেন্ডারের সর্বোচ্চ বিক্রয় মূল্য হিসেবে রেকর্ড গড়েছিল। কিন্তু পিএসজিতে ব্রাজিলিয়ান সতীর্থ মারকুইনহোসের কারণে ক্রমেই লুইজের স্থান হুমকির মুখে পড়তে থাকে। সে কারণেই চেলসির নতুন ম্যানেজার অ্যান্তোনিও কন্তে ৩২ মিলিয়ন পাউন্ডে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে আবারো স্ট্যামফোর্ড ব্রিজে উড়িয়ে নিয়ে এসেছে।
পুরোনো ক্লাবে এসে স্বস্তি ফিরে পাওয়া লুইজ চেলসির ওয়েবসাইটে বলেছেন, ‘স্ট্যামফোর্ডে ফিরতে পেরে আমি দারুণ খুশী। প্রথমবার এখানে খেলার অভিজ্ঞতা ছিল দুর্দান্ত। আবারো এখানে ফিরে এসে ক্লাবকে সহযোগিতা করতে চাই, অ্যান্তোনিও কন্তে ক্যারিয়ারে অনেক সাফল্য লাভ করেছেন। এখানকার সমর্থকদের সাথেও আমার দারুণ সম্পর্ক ছিল। আবারো নীল জার্সি গায়ে দিতে আমি মুখিয়ে আছি। ২০১২ সালে চেলসির এফএ কাপ ও ২০১৩ সালে ইউরোপা কাপ জয়ে লুইজ মুখ্য ভূমিকা পালন করেছিলেন। পিএসজিতে যাবার আগে চেলসির হয়ে ১৪৩ ম্যাচে লুইজ গোল করেছেন ১২টি। গোল.কম।
No comments:
Post a Comment