Social Icons

Saturday, November 19, 2016

পোড়া লাশ ধরে রোহিঙ্গা স্বজনদের আর্তনাদ

মংডুর একটি মুসলিম অধ্যুষিত গ্রামে গত অক্টোবর মাসে অগ্নিসংযোগের পর...
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান সমর্থিত রোহিঙ্গা ভিশন নামে একটি ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওচিত্রে, কিছু আগুনে পোড়া মৃতদেহ এবং এগুলোকে ঘিরে তাদের স্বজনদের আর্তনাদ করতে দেখা গেছে।

ভিডিওটির বিস্তারিততে বলা হয়েছে, রাখাইন রাজ্যের মংডুর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে গত ১৩ নভেম্বর ৯ জন মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে দেশটির সেনাবাহিনী।

ওইদিনের পর থেকে ওই গ্রামের আরও ৯০ জন নারী-পুরুষ-শিশুর সন্ধান আজও পাওয়া যায়নি বলেও এতে উল্লেখ রয়েছে।

এলাকাটি বাংলাদেশের সীমান্ত থেকে খুব কাছে। ভিডিওটিকে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তবে এতে যাদের দেখানো হয়েছে, তাদের ভাষা অনেকটা বাংলাদেশের চট্টগ্রাম এলাকার আঞ্চলিক ভাষার মতই।

মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন সময়ে এ রকম ভাষাতে কথা বলতে দেখা গেছে।

ভিডিওতে আগুনে পোড়া ধ্বংসস্তূপের মধ্যে তিনটি মৃতদেহও দেখানো হয়।এক মহিলা অঙ্গার স্বজনের মৃতদেহের মুখে হাত বোলাচ্ছেন

মৃতদেহগুলোর আকার দেখে বোঝা যায়, এগুলো মানুষের মৃতদেহ। তবে পরিচয় উদ্ধারের কোনো উপায় নেই।

ভিডিওতে একটি মৃতদেহের পাশে বসে দুই মহিলাকে কাঁদতে দেখা যায়।

এক মহিলা মৃতদেহটির মুখে হাত বোলাচ্ছিলেন এবং বিলাপ করছিলেন। পাশেই ছিল আরও একটি মৃতদেহ।

ভিডিও চিত্রটিতে একজন ধারাভাষ্য দিচ্ছিলেন, সম্ভবত ভিডিওটিও তিনিই ধারণ করছিলেন। তাকে অবশ্য দেখা যায়নি।

তবে তিনি বলছিলেন, মিয়ানমারের সেনাবাহিনী গত ১৩ নভেম্বর এই ঘটনা ঘটিয়েছে।

গত অক্টোবর মাস থেকেই রাখাইন রাজ্যে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

এই অভিযানে রাখাইনে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, মহিলা ও কিশোরীদের ধর্ষণ, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ব্যাপক ভিত্তিক অভিযোগ আছে।

সেনাবাহিনী বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।সেনা অভিযানে এক সপ্তাহে ৩০ হাজারের বেশি মানুষ গৃহহীন

টানা অভিযোগের এক পর্যায়ে তারা সম্প্রতি শুধুমাত্র ৬৯ জন 'বাঙালী' এবং 'সহিংস হামলাকারী'কে হত্যার কথা স্বীকার করেছে।

'রোহিঙ্গা ভিশন টিভি' নামে এই ওয়েবসাইটটিতে প্রকাশিত ভিডিওটিকে যাচাই করা না গেলেও মিয়ানমারের একটি সুপরিচিত ইংরেজি দৈনিক 'নিউ লাইট অব মিয়ানমার'-এ এই রোহিঙ্গা ভিশন নামক ওয়েবসাইটটির উল্লেখ রয়েছে।

পত্রিকাটির শনিবারের খবরে দেশটির কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বলা হচ্ছে, রোহিঙ্গা ভিশন হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি সংস্থা যেটি কর্তৃপক্ষের ভাষায় 'আন্তর্জাতিক চরমপন্থী গোষ্ঠীগুলোর কাছ থেকে তহবিল সংগ্রহে লিপ্ত'।

নিউ লাইট অব মিয়ানমারের খবরে আরও বলা হয়, কর্তৃপক্ষ রাখাইন প্রদেশে তদন্ত করে এমন একজন যুবকের খবর পেয়েছে যে বাংলাদেশ, মালয়েশিয়া এবং সৌদি আরবে 'চরমপন্থী'দের কাছে 'মিথ্যা' ও 'অবমাননাকর' খবর প্রচার করে।

রামাউক টুলা (২১) নামের এই যুবকের কাছে একটি মোবাইল ফোন পাওয়ার কথাও ওই খবরে বলা হয়েছে, যেখানে 'বাংলা' ভাষায় নানা বক্তব্য ধারণ করা আছে।

এই মোবাইলের ভাইবার অ্যাকাউন্টের মাধ্যমে রোহিঙ্গা ভিশনসহ বিদেশী নানা সংগঠনের কাছে তথ্য প্রেরণের প্রমাণেরও উল্লেখ রয়েছে খবরটিতে।

সূত্র: বিবিসি বাংলা

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates