Social Icons

Wednesday, November 2, 2016

গোপন সার্ভারে মস্কোর সঙ্গে যোগাযোগ ট্রাম্পের!

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত সার্ভারে ই-মেইল ব্যবহারের ঘটনা নিয়ে এফবিআইর তদন্তের মধ্যেই নতুন ই-মেইল কেলেঙ্কারির মুখে পড়তে যাচ্ছেন প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার আমেরিকার কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, এক গোপন সার্ভারের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখেন ট্রাম্প। এখন পর্যন্ত ট্রাম্প এবং মস্কোর মধ্যে যোগাযোগের এটাই সবচেয়ে বড় প্রমাণ। সংবাদসূত্র : রয়টার্স
প্রতিবেদনে জানা গেছে, 'ট্রাম্প অর্গানাইজেশন' নামে থাকা একটি সার্ভারের সঙ্গে সংযোগ রয়েছে আলফা ব্যাংকের, যা বৃহত্তম রুশ প্রাইভেট ব্যাংক হিসেবে পরিচিত। আর এই সার্ভারের কার্যকলাপ দেখে বোঝা যায়, দুই প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনেক গণমাধ্যমের অভিযোগ, ট্রাম্প গোপনে ওই রাশিয়ান ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে একজন সাংবাদিক ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করার পরই সার্ভারটি বন্ধ করে দেয়া হয়েছে। এ ঘটনার পর হিলারি টুইটবার্তায় এর ব্যাখ্যা দাবি করেছেন।
অবশ্য, ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রাইভেট সার্ভারে রাশিয়ার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এমন একটা সার্ভার থাকলেও তাতে কোনো ই-মেইল আদান-প্রদান হয় না।
এর আগে, প্রকাশ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের গুণগান করে বিতর্ক সৃষ্টি করেছিলেন ট্রাম্প। তখন পুতিনও ট্রাম্প সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছিলেন। তাছাড়া ট্রাম্প আগামী ৮ নভেম্বরের নির্বাচনে বিজয়ী হলে শপথ গ্রহণের আগেই পুতিনের সঙ্গে দেখা করবেন_ এমন ঘোষণা নিয়েও অনেক জল্পনা-কল্পনা হয়েছে। এ নিয়ে ট্রাম্পকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলেও মনে করছেন অনেক পশ্চিমা বিশ্লেষক।
ট্রাম্পের বিরুদ্ধে চার অঙ্গরাজ্যে মামলা
এদিকে, ভীতি প্রদর্শনের অভিযোগে আমেরিকার চার অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টি। মঙ্গলবার পেনসিলভানিয়া, নেভাদা, অ্যারিজোনা এবং ওহিও অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টে এই মামলা দায়ের করা হয়। এই চার অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোট তুলনামূলক বেশি থাকায় এবারকার নির্বাচনে কে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তা অনেকাংশেই নির্ভর করছে এই চার অঙ্গরাজ্যের ভোটারদের ওপর।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates