নারীদের বয়স ৪০ পেরোলে কিছু কিছু ক্ষেত্রে হেলথ স্ক্রিনিং বা প্যাথলজিক্যাল ও অন্যান্য পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন অনেকে। কারণ প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা সম্ভব হলে ব্রেস্ট ক্যান্সারসহ বিভিন্ন ক্রনিক ও জটিল রোগ প্রতিরোধ করা যায়।
এছাড়া অনেক জটিল স্বাস্থ্য সমস্যার জটিলতাও অনেকাংশে লাঘব করা যায়। এই বয়সে অন্তত একবার ম্যামোগ্রাফি করা উচিত। এছাড়া ব্রেস্ট ক্যান্সার শনাক্ত করতে সেলফ এক্সামিনেশনও অতি জরুরি। আর এ ধরনের সেলফ এক্সামিনেশন আপনি বাড়িতে বসেই করতে পারেন।
এ ব্যাপারে সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে— নারীদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হলে প্রতি দু’বছর পরপর ম্যামোগ্রাফি করা উচিত। বিশেষজ্ঞদের মতে, ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক অবস্থাতেই ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রে চিকিত্সা সম্ভব। অনেক ক্ষেত্রে ক্যান্সারমুক্ত করা সম্ভব। এছাড়া নারীদের প্যাপ স্মেয়ার টেস্ট করা উচিত। জরায়ুর ক্যান্সার রোধে এ ধরনের টেস্ট জরুরি।
এ ব্যাপারে সিঙ্গাপুরের থমসন ওয়েল ওমেন ক্লিনিকের বিশেষজ্ঞ ডা. লাও পিক অন মনে করেন নারীদের ব্রেস্ট ক্যান্সার ও জরায়ুর ক্যান্সার সবচেয়ে বেশি হয়। এ দুই ধরনের ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিত্সা ও প্রতিরোধ সম্ভব।
লেখক: চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
No comments:
Post a Comment