Social Icons

Friday, December 16, 2016

ব্রাজিলের ক্রমবর্ধমান কম্পিউটার বাজার লেনোভো ধরতে চায়

ব্রাজিলের ক্রমবর্ধমান কম্পিউটার বাজার ধরতে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠান সিসিইকে অধিগ্রহণ করছে চীনা কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। নিয়ন্ত্রক সংস্থার কাছে দেয়া তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে এ অধিগ্রহণে ১৪ কোটি ৮০ লাখ ডলার ব্যয় হবে।
পিসি বিক্রির দিক দিয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে লেনোভো। উন্নয়নশীল দেশ ব্রাজিলের পিসি বাজার ক্রমেই বড় হচ্ছে। বিশ্ববাজারে পিসি বিক্রিতে নিজেদের অবস্থান মজবুত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি ব্রাজিলের বাজার ধরতে চায়। এ কারণেই সিসিইকে কিনতে আগ্রহী হয়েছে লেনোভো।
এ সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান অর্থ নির্বাহী (সিএফও) ওয়েমিং অং বলেন, ‘ব্রাজিলে পিসি বাজার ক্রমেই বড় হচ্ছে। আমরা উচ্চ প্রবৃদ্ধির বাজার ধরতে চাই। এ ক্ষেত্রে ব্রাজিল আমাদের প্রথম পছন্দ।’
সিসিই বর্তমানে দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ ক্রমেই কমছে। এ অবস্থায় লেনোভো প্রতিষ্ঠানটিকে কাজে লাগিয়ে দেশটির পিসির বাজার ধরতে চাইছে।
প্রাথমিকভাবে অধিগ্রহণের জন্য ১৪ কোটি ৮০ লাখ ডলার স্টক ও নগদ অর্থের মাধ্যমে পরিশোধ করবে লেনোভো। চার বছরের মধ্যে সিসিইর প্রবৃদ্ধি বাড়াতে পারলে প্রতিষ্ঠানটিকে আরও ১৬ কোটি ডলার দেবে লেনোভো। ২০১৩ সালের প্রথম প্রান্তিকে চুক্তিবিষয়ক সব কাজ শেষ হবে বলে লেনোভো জানিয়েছে।
ব্রাজিলের স্থানীয় ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় সিসিই। প্রতিষ্ঠানটি পিসি ও ডিভিডি প্লেয়ার তৈরি করে। ব্রাজিল বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ বলে পরিচিত। সিসিই কেনায় ব্রাজিলের পিসি বাজারে প্রতিষ্ঠানটির বাজার দখলের পরিমাণ দ্বিগুণ হবে। লেনোভোর সেলফোন এবং টেলিভিশনও সিসিই লেনোভোর চুক্তির অন্তর্ভুক্ত।
ব্রাজিলের বাজার ধরতে সিসিইকে অধিগ্রহণের পাশাপাশি দেশটিতে ৩ কোটি ডলার ব্যয়ে কারখানা তৈরি করবে লেনোভো। এতে দেশটির করপোরেট পিসির বাজার ধরতে সুবিধা হবে বলে লেনোভো রয়টার্সকে জানায়।
ব্রাজিলে কারখানা স্থাপনের ঘোষণা দিয়ে লেনোভো চীনের ফক্সকনের মতো প্রতিষ্ঠানের অনুসারী হলো। চীনে ফক্সকন ট্যাবলেট ও নোটবুক কম্পিউটার তৈরি করে এবং লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে তৈরির মাধ্যমে উত্পাদনক্ষমতা বাড়ানোর পরিকল্পনা প্রতিষ্ঠানটির রয়েছে।
ব্রাজিল ও চীন অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় হলেও সম্প্রতি দেশ দুটির বাণিজ্যিক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। আকরিক লোহা ও সয়াবিন তেল রফতানির মাধ্যমে চীনকে গত এক দশক সাহায্য করেছে ব্রাজিল। তবে বর্তমানে চীনের শিল্প খাতের রফতানি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় বাধাগ্রস্ত হচ্ছে ব্রাজিলের শিল্প খাত।
ব্রাজিলের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমলেও লেনোভো চিন্তিত নয়। অংয়ের বক্তব্য অনুযায়ী অর্থনৈতিক শক্তি অর্জনের ক্ষেত্রে ব্রাজিলের এখনো সম্ভাবনা রয়েছে। চুক্তিটির আর্থিক মূল্যেও ব্রাজিলের অর্থনৈতিক ধীরগতি প্রভাব ফেলেছে। আগামী পাঁচ বছরে লেনোভো ব্রাজিলে গবেষণা ও উন্নয়নের পেছনে ১০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। লেনোভোর ব্রাজিল শাখাপ্রধান ড্যান স্টোন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বিভিন্ন দেশের বাজার ধরতে লেনোভো অধিগ্রহণ করলেও চীনেই লেনোভোর সবচেয়ে বেশি পিসি বিক্রি হয়। দেশে পিসি বিক্রি থেকে লেনোভোর আয়ের ৪২ শতাংশ আসে। বর্তমানে ব্রাজিলে পিসি, স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্টটিভির বাজারের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার।
সিসিইকে অধিগ্রহণ করলেও এর কর্মীদের ওপর কোনো প্রভাব পড়বে না বলে লেনোভো এক বিবৃতিতে জানিয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘সাম্প্রতিক বছরগুলোয় বিকাশমান দেশগুলোতে আমরা ক্রমেই এগিয়ে যাচ্ছি। ব্রাজিলে আমরা দ্রুতই শীর্ষস্থানে পৌঁছব বলে আশা করছি।’
সূত্র- রয়টার্স

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates