আবারো ইরানের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন হাসান রুহানি। নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় দ্বিতীয় মেয়াদে তার এ দায়িত্ব পালনে আর কোনো বাধাই রইলো না। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি এক প্রতিবেদনে এখবর জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রাথমিক ফল ঘোষণায় দেখা গেছে, ২ কোটি ৬০ লাখ ভোটের মধ্যে সংস্কারপন্থী রুহানি প্রায় ১ কোটি ৪৬ লাখ ভোট পেয়েছেন। তবে তার বিরুদ্ধে ভোট সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম রায়িসি।
রায়িসির অভিযোগ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোট চলাকালে রুহানির সমর্থকরা শতশত কেন্দ্রে প্রবেশ করে প্রচারণা চালিয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, বিকেল ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোটারদের দীর্ঘ লাইনের কারণে তা চলে রাত ১২টা পর্যন্ত। ৬৩ হাজার ৫০০ ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলে। বিশ্বের ১০২টি দেশে অবস্থানরত প্রবাসী ইরানি নাগরিকরাও প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন। এজন্য বিভিন্ন দেশে স্থাপন করা হয়েছে ৩১০টি ভোটকেন্দ্র।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ৪ কোটি ভোটার ভোট দিয়েছে। জনগণের উৎসাহী অংশগ্রহণ ও অনুরোধে ভোট গ্রহণের সময় বাড়িয়ে দেয়া হয়। বিবিসি।
No comments:
Post a Comment