Thursday, May 11, 2017
বিশ্বের সেরা বিচ-সিটি বা সমুদ্র তীরের আধুনিক শহরের তালিকায় ব্রাজিলের রিও ডি জেনেরিও।
আনন্দ ও উৎসবের নগরী ব্রাজিলের রিও ডি জেনেরিও। ন্যাশনাল জিওগ্রাফি তাদের জার্নালে বিশ্বের সেরা বিচ-সিটি বা সমুদ্র তীরের আধুনিক শহরের তালিকায় এ শহরকে রেখেছে ছয় নম্বরে। উৎসবের এই নগরীর রঙিন রূপের দেখা মিলেছে অসাধারণ সমুদ্র তীর থেকেই। সমুদ্র তীরের আকর্ষণে যখন হাজারো মানুষ ছুটে আসে এ শহরে তখন আধুনিক শহর হিসেবে গড়ে উঠতে বেশ বড়সড় পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়েছে শহরটি। বর্তমানে শহরের আধুনিকায়নের সঙ্গে যোগ হয়েছে নিরাপত্তা জোরদার করার কাজটিও। উন্নত নিরাপত্তা নিশ্চিত করবে সমুদ্রকে উপভোগের দুনির্বার আকর্ষণের কারণে ছুটে আসা মানুষের উপভোগ্য সময়টি। পরিষ্কার আকাশে মেঘের খেলা দেখতে অবকাশ-যাপনের আয়োজন আরও সুষ্ঠু আর চিত্তাকর্ষক করাই ছিল এই শহরকে সমুদ্র তীরে বিস্তৃতি করার মূল লক্ষ্য। বিশ্বের সেরা বিচ-সিটির তালিকায় যোগ হতে অবকাঠামোগত উন্নয়ন ঘটেছে এই শহরের। এখন আধুনিক নগরায়ণে শহরের এক প্রান্ত সমুদ্রের সঙ্গে বন্ধুত্ব পেতেছে যেন।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment