Social Icons

Thursday, January 4, 2018

প্রভাবশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশ ৬৭ তম


প্রতিটি দেশের পাসপোর্টেরই আছে বিশেষ কিছু ক্ষমতা। সেই ক্ষমতায় আমাদের প্রিয় দেশটি কিন্তু খুব একটা পিছিয়ে নেই। পাসপোর্ট ইনডেক্স ডটঅর্গে বিভিন্ন দেশের পাসপোর্টের প্রভাব নিয়ে ৮০টি পর্যন্ত তালিকা করা হয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থান ৬৭।
 
কী দেবে আপনাকে এই ক্ষমতা? ৫০টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ! অবাক হচ্ছেন? যেখানে এক দেশ থেকে অন্যদেশ ভ্রমণে ভিসা ছাড়া যাওয়াই যায় না, কিছু দেশের ভিসা পাওয়া তো সোনার হরিণ পাওয়ার সমান, যেখানে সারা বিশ্বে ভিসামুক্ত ভ্রমণাধীকারের জন্য আন্দোলন চলছে সেখানে কিনা ৫০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ? তাও আমার দেশের পাসপোর্ট দিয়ে? অবিশ্বাস্য হলেও বিষয়টি সত্যি।
 
তবে সে দেশ কোনগুলো তার তালিকা প্রকাশ করে নি পার্সপোর্ট ইনডেস্ক ডট অর্গ। উইকিপিডিয়া এবং বিভিন্ন দেশের দুতাবাস সূত্রে জানা যায় ৪৫ টি দেশের নাম। এর মধ্যে রয়েছে-
 
ভিসার কোন প্রয়োজন নেই যেসব দেশে-
১. বাহামাস (চার সপ্তাহ পর্যন্ত), ২. বার্বাডোস (ছয় মাস), ৩. ডোমিনিকা (ছয় মাস), ৪. ফিজি (চার মাস), ৫. গাম্বিয়া (তিন মাস), ৬. গ্রানাডা (তিন মাস), ৭. হাইতি (তিন মাস), ৮. জ্যামাইকা, ৯. লেসোথো (তিন মাস), ১০. মালাওয়ি (তিন মাস), ১১. মাইক্রোনেশিয়া (এক মাস), ১২. সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, ১৩. সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডিনস (এক মাস), ১৪. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ১৫. ভানুয়াতু (এক মাস), ১৬. মন্টসেরাত (তিন মাস), ১৭. টার্ক অ্যান্ড সিসেরো আইল্যান্ড (এক মাস), ১৮. ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড (এক মাস), ১৯. মাক্রোনেশিয়া (এক মাস) ২০. নিউয়ি (এক মাস)
 
দেশটিতে পৌছে অবশ্যই ভিসা করতে হবে তবে যাওয়ার জন্য লাগবে না যেসব দেশে-
১. ভুটান, ২. বলিভিয়া (তিন মাসের ভিসা), ৩. কেপ ভার্দে, ৪. কমোরোস, ৫. গিনি বিসাউ (তিন মাস), ৬. মাদাগাস্কার (তিন মাস), ৭. মালদ্বীপ (এক মাস), ৮. মাওরিতানিয়া, ৯. মোজাম্বিক (এক মাস), ১০. নেপাল (এক মাস), ১১. নিকারাগুয়া (তিন মাস), ১২. তিমরলেস্টে (এক মাস), ১৩. টোগো (সাত দিন), ১৪. তুভালু (এক মাস), ১৫. উগান্ডা, ১৬. বুরুন্ডি, ১৭. জিবুতি (এক মাস), ১৮. আজারবাইজান (এক মাস), ১৯. ম্যাকাউ (এক মাস)।
 
বাংলাদেশের পাসপোর্ট থাকলে ভিসা লাগবে না তবে বিশেষ অনুমোদন লাগবে এমন দেশগুলি হলো-
১. কিউবা (টুরিস্ট কার্ড জোগাড় করতে হবে, মেয়াদ তিন মাস), ২. সামোয়া (ঢোকার অনুমতিপত্র থাকলেই হলো, মেয়াদ দুই মাস), ৩. সেচেলেস (ভ্রমণের অনুমতিপত্র থাকতে হবে, মেয়াদ এক মাস), ৪. সোমালিয়া (ওই দেশে থাকা কেউ স্পন্সর করলে ভিসা পৌঁছেও করা যাবে, যার মেয়াদ হবে এক মাস। তবে সোমালিয়া পৌঁছানোর দুদিন আগে সেখানকার বিমানবন্দরে বিষয়টি জানিয়ে রাখতে হবে), ৫. শ্রীলংকা (ভ্রমণের জন্য ইলেকট্রনিক অনুমোদনপত্র, মেয়াদ এক মাস), ৬. লাওস (সরকারি কোনো সফরের নথিপত্র থাকলে ভিসা প্রয়োজন হবে না)
 
ভিসা লাগবে না মানে ভ্রমণের ঝামেলা কমে গেল অনেকটাই। আর প্রতিটি দেশই সুন্দর! ভাববেন না, কি আর আছে এসব জায়গায়! ঘুরে বেড়ান, উপভোগ করুন, জীবন হোক ভ্রমণময়!

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates