ব্রাজিলের সব চেয়ে বড় উৎসব কার্নিভ্যাল এ অনেক দেশ থেকে প্রচুর দর্শনার্থী ব্রাজিলে গিয়ে ভীর জমাবেন এমনকি আমাদের দেশ থেকেও, তাহলে আসুন দেশটির ৫টি নজরকাড়া এবং বিলাসবহুল জায়গা সম্পর্কে জেনে নেওয়া যাক...
ট্রানকোসোঃ ব্রাজিলের নজরকাড়া একটি জায়গা। জায়গাটি জনপ্রিয় সমুদ্র সৈকত, সৈকতের পাশেই গড়ে ওঠা বিলাসবহুল হোটেল ও রিসোর্ট গুলো, ছোট ছোট দোকান, রেস্তোরাঁ ইত্যাদির জন্য।
ফ্লোরিয়ানোপোলিসঃ এটি দ্বিতীয় সবচেয়ে বড় শহর ব্রাজিলে। সর্বমোট ৪২টি সমুদ্র সৈকত রয়েছে শহরটি। এতেই বোঝা যায় শহরটির বেশীরভাগ সীমানায় সমুদ্রের সাথে। ছুটি কাটানোর জন্য এ শহরে প্রতি বছর প্রচুর পর্যটকের ভীড় হয়।
সাও পাওলোঃ এটি ব্রাজিলের সবচেয়ে বড় শহর এবং বিশ্বের ৭ম শহর সবচেয়ে বেশী জনসংখ্যার দিক থেকে। ব্রাজিলের দ্বিতীয় মেগাসিটি। ৪২০টি হেলিকপ্টার রেজিস্ট্রেশন করা রয়েছে এই শহরটির জন্য। হেলিকপ্টারের পরিমাণ থেকেই বোঝা যায় শহরটিতে যথেষ্ট ধনী রয়েছে।
রিও দে জানেইরোঃ এটি ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় শহর। "দ্যা ওয়ান্ডারফুল সিটি" নামে পরিচিত শহরটি অন্যান্য যেকোন শহরের চাইতে খুবই গোছানো। সারাদেশের অন্যান্য যেকোন শহরের চেয়ে বেশী ব্রাজিলিয়ান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এ শহরটিতে।
No comments:
Post a Comment