রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের হেলে পড়া ভবনটি আগামী সাত দিনের মধ্যে ভেঙে ফেলার নিদের্শ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের পরিচালক ওয়ালিউর রহমান এ খবর জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় তিনি বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মালিকপক্ষকে ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে যত দ্রুত সম্ভব পুলিশ এবং দমকল বাহিনীর সহায়তায় ভবন থেকে বাসিন্দাদের মালামাল সরিয়ে ফেলার জন্যও বলা হয়েছে।’
নির্ধারিত সময়ের মধ্যে ভবনটি ভাঙা না হলে রাজউকই তা ভেঙে ফেলবে এবং এর খরচ ভবনমালিকের কাছ থেকে আদায় করা হবে বলে এক সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। এ বিষয়ে ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহমেদ খান বলেন, ‘প্রয়োজন হলে আমরা প্রস্তত আছি।’
এদিকে ওই ভবন থেকে মালামাল সরিয়ে নেয়ার সুযোগের দাবিতে মানববন্ধন করেছে ভবনটির বাসিন্দারা। সোমবার বিকেল চারটার পরে ওই ভবনটির সামনে থেকে মিছিল নিয়ে বাসিন্দারা মাদ্রাসা রোডের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে সামনে যান। তাঁরা ওয়ার্ড কাউন্সিলের সহায়তা চান।
ভবনটির বাসিন্দারা বলেন, ‘রাজউকের লোকজন আমাদের মালামাল সরানোর সুযোগ দেয়নি। তিন দিন ধরে আমরা এক কাপড়ে আছি। আত্মীয়ের বাসায় থাকছি। এভাবে কত দিন থাকব?’
No comments:
Post a Comment