অনুমতি নিয়ে গণতন্ত্র চালাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘গণতান্ত্রিক পবিবেশকে আবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের সভা সমাবেশ মিছিল মিটিং করতে গেলে অনুমতি নিয়ে করতে হয়। এখন এদেশে অনুমতি নিয়ে গণতন্ত্র চালাতে হয়। দেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব নষ্ট করেছে এ সরকার। আমাদের ভোট, স্বাধীনতা ও গণতন্ত্রের দেয়ার অধিকার ফিরিয়ে আনতে হবে।’
সোমবার বিকেলে রাজধানীর ভাসানী মিলনায়তনে ‘কলঙ্কিত ১/১১ সংবিধান ও গণতন্ত্রের দুঃসময়ের কাল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ফ্যাসবাদী সরকারকে বাধ্য করতে হবে গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনতে। সরকারকে বাধ্য করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে। আমরা জানি ফ্যাসীবাদী কোনো সরকারের বিরুদ্ধে লড়াই করাটা কঠিন। তারপরেও আমাদের গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখতে হবে। এটা আমাদের অস্তিত্ব ও বেঁচে থাকার লড়াই।
No comments:
Post a Comment