মেক্সিকোর কুখ্যাত ড্রাগলর্ড জ্যাকুইন ‘এল চ্যাপো’ গুজম্যানকে পুনরায় আটকের পর যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। ২০১৪ সালে গুজম্যানকে হস্তÍান্তরের জন্য অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্রকে। শুক্রবার গুজম্যানকে আটক করে মেক্সিকান কর্তৃপক্ষ। আটকের পর তাকে সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে নেওয়া হয়েছে, যেখান থেকে ছয় মাস আগে তিনি পালিয়েছিলেন। এ খবর দিয়েছে বিবিসি।
বিশ্বের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী গুজম্যান গত জুলাইয়ে মেক্সিকোর সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগারের গোসলখানার নিচের একটি সুড়ঙ্গ দিয়ে পালান। এর আগেও তিনি একবার কারাগার থেকে পালিয়েছিলেন। ১৯৯৩ সালে গুয়েতেমালায় প্রথম আটক হন তিনি। ২০০১ সালে পুয়েন্তে গ্রান্দে কারাগার থেকে পালিয়ে যান গুজম্যান। কারাগারের কর্মকর্তাদের ঘুষ দিয়ে ময়লা কাপড় রাখার ঝুড়ির ভেতরে থেকে পালান তিনি। ১৩ বছর পালিয়ে থাকার পর ২০১৪ সালে আবার গ্রেপ্তার হন তিনি। এর আগেই যুক্তরাষ্ট্র তাকে হস্তান্তরের অনুরোধ জানায় মেক্সিকোর কর্তৃপক্ষের কাছে। তবে দেশটি তখন তাতে রাজি হয়নি। গত বছরের জুলাইয়ে তিনি আবার পালান। এবার আবার তাকে ধরা হলো।
শনিবার রোলিং স্টোন ম্যাগাজিন দুইবার অস্কারজয়ী অভিনেতা ও পরিচালক শন পেনের একটি লেখা প্রকাশ করে। সম্প্রতি গুজম্যানের গোপন আস্তানায় নেওয়া এক সাক্ষাৎকারের পর নিবন্ধটি লিখেন শন পেন। তিনি নিজের জীবন নিয়ে হলিউড চলচ্চিত্র নির্মানের পরিকল্পনা করছিলেন। হলিউডের বেশ কয়েকজন নামজাদা পরিচালক ও প্রযোজকের সঙ্গে তিনি যোগাযোগও করেন। মূলত, এসব যোগাযোগ থেকেই গুজম্যানের অবস্থান শনাক্ত করা ও তাকে আটক করা সম্ভব হয়।
Sunday, January 10, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment