Sunday, January 10, 2016
বিমানের এমডির পদত্যাগ
বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইল হেউড পদত্যাগ করেছেন। রোববার দুপুর ২টার দিকে তিনি পদত্যাগ করেন বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, গত ৪ জানুয়ারি হেউডের দায়িত্বের মেয়াদ শেষ হয়। পরে বিমান পরিচালনা পর্ষদ তার মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করেন। তবে হেউড তার বেতন বাড়ানোর প্রস্তাব করেন। কিন্ত পর্ষদ তার বেতন বাড়ানোর প্রস্তাব গ্রহণ না করায় তিনি পদত্যাগ করেছেন। এদিকে হেউড বর্তমানে বাহরাইনে অবস্থান করছেন। তার শরীরে ক্লোন ক্যান্সার ধরা পড়েছে। সেখানে চিকিৎসা নিচ্ছেন তিনি। পরিচালনা পর্ষদের কাছে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামালউদ্দিন আহমেদ বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। এরপর পদত্যাগের বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে অবহিত করা হয়। এদিকে নতুন এমডি নিয়োগ না দেয়া পর্যন্ত উইং কমান্ডার (অব.) এম আসাদুজ্জামান বিমানের ভারপ্রাপ্ত এমডি’র দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। নতুন নিয়োগের ক্ষেত্রে আগ্রহীদের ইন্টারভিউ নেবে বোর্ড সাব কমিটি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment