Sunday, January 10, 2016
জার্মানিতে অভিবাসন-বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
জার্মানির কোলনে দেশটির উদারপন্থি অভিবাসন নীতির বিরোধিতা করে ডাকা একটি সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। শনিবার ইসলাম-বিরোধী উগ্র-ডানপন্থি গোষ্ঠী পেগিডা আন্দোলন ওই সমাবেশের আয়োজন করে। সমাবেশে দেড় সহস্রাধিক লোক জড়ো হয়। নববর্ষ উদযাপন অনুষ্ঠানে কোলনে নারীদের যৌন নিপীড়নের ঘটনায় শরণার্থীদের জড়িত থাকার বিষয়টি সামনে আসার পর পেগিডার ওই প্রতিবাদ সমাবেশ। এতে পেগিডা ছাড়াও অভিবাসন-বিরোধী আরও কয়েকটি গোষ্ঠীর সমর্থকরা যোগ দেয়। বিরোধিতা সত্ত্বেও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের নীতির কারণে ২০১৫ সালে প্রায় ১১ লাখ শরণার্থীকে আশ্রয় দেয় জার্মানি। কিন্ত বছর শেষে নতুন বর্ষবরণের সময় দেশটির কোলন শহরে নারীদের যৌন নিপীড়ন ও ডাকাতির ঘটনা ঘটে। তদন্তে এসব ঘটনার সঙ্গে শরণার্থী বিশেষভাবে উত্তর আফ্রিকীয় ও আরব শরণার্থীরা জড়িত বলে প্রকাশ পায়। এর প্রতিক্রিয়ায় মের্কেল সরকার অভিবাসন নীতি কঠোর করার ইঙ্গিত দেয়। কিন্ত যৌন নিপীড়নে শরণার্থীদের জড়িত থাকার অভিযোগে মের্কেলের অভিবাসন নীতি ভ্রান্ত প্রমাণ হয়েছে বলে দাবি করে পেগিডা। সূত্র : বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment