নিকারাগুয়ায় উদ্ধার হওয়া ১৫ বাংলাদেশী সম্পর্কে খোঁজ নেয়ার উপায় পাচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। কানাডায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস মধ্য আমেরিকার দেশটির সাথে কূটনৈতিক যোগাযোগ রাখার (কনকারেন্ট) দায়িত্বপ্রাপ্ত। কিন্ত কানাডার রাজধানী অটোয়াতে নিকারাগুয়ার কোনো দূতাবাস নেই। এখন ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিকারাগুয়ায় উদ্ধার হওয়া বাংলাদেশীদের সম্পর্কে খোঁজ নেয়ার চেষ্টা করা হচ্ছে।
নিকারাগুয়ার পুলিশ গত শনিবার রাজধানী মানাগুয়ার ১২ কিলোমিটার দূরে মহাসড়কে উদ্দেশ্যহীনভাবে ঘুরাফেরার সময় ১৫ বাংলাদেশীকে উদ্ধার করে।
উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশ্যে কোস্টারিকা থেকে হন্ডুরাস হয়ে নিকারাগুয়ায় পৌঁছে। নিকারাগুয়ার ভেতর দিয়ে যাওয়ার জন্য তারা মানবপাচারকারীদের ১০০ থেকে ৫০০ ডলার দিয়েছে। কিন্ত এ পর্যায়ে মানবপাচারকারীরা তাদের অর্থকড়ি কেড়ে নিয়ে মানগুয়ার কাছে মহাসড়কে ছেড়ে দেয়। রাজনৈতিক অস্থিরতার কারণে তারা বাংলাদেশ ছেড়েছে বলে জানায়।
উদ্ধারকৃত বাংলাদেশীদের নিকারাগুয়ার ইমিগ্রেশন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।
No comments:
Post a Comment