জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার বেলা তিনটার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করা হয়।
রাষ্ট্রপক্ষের আবেদনে, পাঁচটি আইনগত যুক্তি দেখিয়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার আবদেন জানানো হয়েছে।
এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছে, বুধবার আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে আসামিপক্ষ রিভিউ আবেদন দাখিল করতে পারে। আবদনে সাঈদীকে বেকসুর খালাস চেয়ে আরজি জানানো হবে।
হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার অভিযোগে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে রায়ে তার সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়া হয়।
গত ৩১ ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আদালত প্রকাশ করলে রাষ্ট্রপক্ষ রিভিউ আবেদন করার কথা জানায়
No comments:
Post a Comment