একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ। শনিবার বিকাল সাড়ে তিনটায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মীর কাসেমের সঙ্গে তা পরিবার দেখা করবে।
তবে ফাঁসি কার্যকর হওয়ার আগে এটি শেষ দেখা কিনা এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মীর কাসেম আলীর পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করা প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদর কমান্ডার ও জামায়াতের শুরা সদস্য মীর কাসেম আলীকে ২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। চলতি বছরের ৮ মার্চ আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এরপর রিভিউ আবেদন করলে সেটিও খারিজ হয়ে যায়। শুক্রবার দুপুরে মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে কারা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন।
No comments:
Post a Comment