রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে নিহত জাহাঙ্গীর আলম মেজর মুরাদের লাশ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
শুক্রবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আজ শনিবার সকাল পর্যন্ত ফরেনসিক বিভাগে তার ময়নাতদন্তে সম্পন্ন হয়নি।
ফরেনসিক বিভাগ সূত্রে জানা গেছে, একটি মেডিকেল বোর্ড গঠন করে তার অধীনে ময়নাতদন্ত করা হতে পারে।
এ ছাড়া গুলশান, শোলাকিয়া, কল্যাণপুর ও নারায়ণগঞ্জে নিহত জঙ্গিদের মতোই এই লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।
এদিকে রাতের এই অভিযানের পর সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। ওই অভিযানে আহত পুলিশ সদস্য
ওসি শহীদ আলম, ইনস্পেক্টর (তদন্ত) শাহীন ফকির স্কয়ার হাসপাতাল চিকিৎসাধীন।
উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের পিডব্লিউডির অবসর প্রাপ্ত প্রকৌশলী আবুল কালাম আজাদের ৬ তলা বাড়ির ছয় তলার ফ্ল্যাটে অভিযান চালাতে গেলে পুলিশ ও জঙ্গির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। মুরাদের গুলি ও ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হন। ওই বাড়ির নিচতলায় পুলিশের গুলিতে মুরাদ নিহত হন।
No comments:
Post a Comment