Social Icons

Saturday, December 31, 2016

অতিমাত্রায় পেইন কিলার ওষুধ সেবন নয়


পেইন কিলার বিপজ্জনক এক ওষুধ। যুক্তরাষ্ট্রের মতো অতি উন্নত দেশেও পেইন কিলারের অতিমাত্রায় সেবনের কারণে বছরে মৃত্যু হয় ১৫ হাজারের বেশি মানুষের। আর সব থেকে উদ্বেগজনক বিষয় হচ্ছে চিকিত্সকগণই অতিমাত্রায় পেইন কিলার লিখছেন। ফলে পেইন কিলারের অপব্যবহার বাড়ছে। যুক্তরাষ্ট্রের অন্যতম বড় চেইন ওষুধ স্টোর সিভিএস চিকিৎসকদের অতিমাত্রায় পেইন কিলার ব্যবস্থাপত্র দেওয়ার তথ্য উদঘাটন করে অনেক ডাক্তারের প্রেসক্রিপশন থেকে পেইন কিলার ডিসপেন্সিং বা পেইন কিলার বিক্রি বন্ধ করেছেন। এদের মধ্যে রয়েছেন ৩৬ জন চিকিত্সকও। সিভিএস এ তথ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশ করেন।
 
এছাড়া যুক্তরাষ্ট্রের আর একটি বড় চেইন ওষুধ স্টোর ওয়ালগ্রিন ক্ষতিকর ওষুধ ডিসপেন্সিংয়ের কারণে একটি অভিযোগের নিষ্পিত্তি করেছে ৮০ মিলিয়ন ডলার দিয়ে। এদিকে সিভিএস সূত্রে বলা হয় তাদের ডাটাবেজ অনুযায়ী দেখা যায় যুক্তরাষ্ট্রের অন্তত ১০ লক্ষ প্রেসক্রিপশনে ঝুঁকিপূর্ণ ওষুধ দেওয়া হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সিং অ্যাডমিনিস্ট্রেশন এ ধরনের ক্ষতিকর ওষুধের ব্যবস্থাপত্র প্রদানের বিরুদ্ধে তত্পরতা অব্যাহত রেখেছে।
 
তবে দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশে পেইন কিলার বিক্রয় হয় প্রেসক্রিপশন ছাড়া এবং ডাক্তারদের প্রেসক্রিপশন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। ওষুধ প্রশাসন আছে শুধু আমদানিকারকদের পক্ষে কাজ করার জন্য। সাধারণ মানুষ বিষ পান করলেও দেখার কেউ নেই। এ বিষয়টি স্বাস্থ্য বিভাগের দেখা দরকার। তাই বলব পেইন কিলার সেবনের ক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ মেনে চলুন।
 
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

নারীদের স্ট্রোক প্রতিরোধের ৬ উপায়


স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণ পুরুষ বা নারীদের উভয়ের হতে পারে। তবে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন এবং মাইগ্রেন রয়েছে এমন সব নারীদের স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি। আর আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশন যৌথভাবে নারীদের স্ট্রোকের ঝুঁকি হ্রাসে ৬টি পরামর্শ দিয়েছেন। আর তা হচ্ছে:
 
১. যে সমস্ত নারীদের উচ্চ রক্তচাপ আছে তাদের গর্ভাবস্থায় অবশ্যই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। 
২. যে সমস্ত নারীদের গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা প্রি-একলামশিয়া থাকে তাদের সন্তান জন্মদানের পর সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজনীয় চিকিত্সা নিতে হবে।
৩. গর্ভবতী নারীদের মধ্যম মাত্রায় উচ্চ রক্তচাপ থাকলেও মেডিকেশন শুরু করতে হবে। 
৪. যে সমস্ত নারীরা নিয়মিত জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন করেন তাদের অবশ্যই উচ্চ রক্তচাপ পরিমাপ করতে হবে। 
৫. যে সমস্ত নারীদের তীব্র মাথা ব্যথা বা মাইগ্রেন আছে তাদের অবশ্যই ধূমপান বর্জন করতে হবে। 
৬. যে সমস্ত নারীদের বয়স ৭৫ বছরের বেশি তাদের হৃদরোগের যথাযথ চিকিত্সা করতে হবে।
 
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

ব্রাজিলে পুলিশের গুলিতে গ্রিক রাষ্ট্রদূত নিহত


ব্রাজিলে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূত কিয়ারিয়াকোস আমিরিদিসকে হত্যা করেছে দেশটির এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তাকে হত্যার অভিযোগে কূটনীতিকের স্ত্রীসহ চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন রাষ্ট্রদূত।  শুক্রবার একটি পোড়া গাড়ি থেকে আমিরিদিসের মরদেহ উদ্ধার করা হয়।
 
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে, রাষ্ট্রদূতের স্ত্রী ফ্রানকোয়েস আমিরিদিসের এক পুলিশ কর্মকর্তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তারা দুইজন মিলে রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেন।
 
পরে শনিবার সকালে ব্রাজিলের পুলিশে জানায় স্থানীয় এক পুলিশ কর্মকর্তার গুলিতেই নিহত হয়েছেন ওই গ্রিক কর্মকর্তা। একই সাথে কূটনীতিকের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও নিশ্চিত করা হয়।  

দ. কোরিয়ায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী গ্রেফতার


দক্ষিণ কোরিয়ার জাতীয় অবসর সেবা সংস্থা (এনপিএস)’র প্রধান ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মুন হুয়াং-পিওকে গ্রেফতার করা হয়েছে।শনিবার তাকে গ্রেফতার করা হয়।
 
দেশটির অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই স্যামসাংসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে থেকে ঘুষ নিয়েছেন কিনা তার অধিকতর তদন্তের অংশ হিসেবে আদালতের এক রায়ের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। 
 
তিনি ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের আগস্ট পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। এ সময় স্যামসাংয়ের দুটি ইউনিটের একীভূত হওয়াকে সমর্থন দিতে রাষ্ট্রীয় তহবিলের চাপে পড়ার কথা তিনি স্বীকার করেন।
 
সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানায়, একজন বিশেষ প্রসিকিউটরের সরবরাহকৃত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
 
গত বছর চেলি ইন্ডাস্ট্রিজ ও স্যামসাং সি এন্ড টি একীভূত হওয়ার পক্ষে ভোট দিতে রাষ্ট্রীয় তহবিল কাজে লাগানোর জন্য তিনি চাপ দেন এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবারই তাকে জরুরি আটক কেন্দ্রে নেয়া হয়। এরপর শনিবার তাকে গ্রেফতার দেখানো হয়।

বাসস

বর্ষবরণের রাতে ভারতে হামলা করতে পারে জঙ্গিরা


ইংরেজি বর্ষকে বরণের রাতে ভারতে আসা বিদেশি পর্যটকদের ওপরে হামলা চালাতে পারে জঙ্গিরা। দেশটির অধিকাংশ মল, বাজার, নাইট ক্লাব, সমুদ্র সৈকতকে ওই হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে হামলাকারীরা। এই সতর্কবাণী জানিয়েছে ইসরাইলের 'কাউন্টার টেররিজম ব্যুরো'।
 
ইসরাইল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষবরণের রাতে ভারতের নাইটক্লাব, মল ও সমুদ্র সৈকতে হামলার আশংকা রয়েছে। সেজন্য ওইসব এলাকা, বিশেষ করে, দক্ষিণ ও পশ্চিম ভারতের পর্যটনকেন্দ্রগুলোকে এড়িয়ে চলতে বিদেশি প‌র্যটকদের পরামর্শ দেয়া হয়েছে।
 
২০১২ সালে দিল্লিতে এক ইসরাইলি কূটনীতিকের স্ত্রীর ওপর হামলা চালায় জঙ্গিরা। তার পর থেকেই প্রতি বছরই সে দেশের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করে আসছে ইসরাইল।

নববর্ষে বিদ্বেষপূর্ণ শুভেচ্ছা ট্রাম্পের


বিদ্বেষ ও তিরস্কার করা ট্রাম্পের নিয়মিত বিষয়। কিন্তু তাই বলে শুভেচ্ছাও জানাবেন তিরস্কারের মাধ্যমে! শেষ পর্যন্ত তাই করলেন তিনি। নববর্ষের শুভেচ্ছা বার্তায়ও সেই তিরস্কার আর বিদ্বেষ প্রকাশ করলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 
টুইটারে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তাদেরকেও যারা আমার শত্রু। সেই সঙ্গে তাদেরকেও শুভেচ্ছা যারা আমার বিরুদ্ধে লড়াই করেছেন এবং খুব বাজে ভাবে হেরে গেছেন। তারা আসলেই জানে না কি করা উচিত। ভালবাসা।'
 

Friday, December 30, 2016

ব্রাজিলে যে ১০ পেশায় ভালো বেতন -৮০০০ -১০,০০০ রিয়াস।


ব্রাজিলে যে ১০ পেশায় চাকুরী করলে ৮,০০০- ১০,০০০ রিয়াস বেতন। তা আমরা তুলে ধরলাম। তবে তথ্যের সত্যতার জন্য নিউজ টি ব্রাজিলিয়ান ভাষায় লিখা। কারণ ব্রাজিলে বসবাস রত কিছু বাংলাদেশী ভাই এই ধরণের নিউজ কে ভুয়া ও মিথ্যে নিউজ বলে কমেন্টস করে। কারণ ব্রাজিলে বসবাসরত বাংলাদেশিরা হাতে গুনা ২/৪ জন বাদে বাকি সবাই ছোট চাকুরী করেন। যেমন হালাল মুরগি কোম্পানি ,গরু কোম্পানি ,খাবার হোটেল ও কাপড়ের দোকানে চাকুরী করেন। এতে ১,০০০-২৫০০ রিয়াস বেতন আসে। এতো কম বেতনে চাকুরী করার কারণ - ভাষা না জানা ,কর্ম অদক্ষতা ইত্যাদি।

তবে একটু চেষ্টা করলেই ৫/৬ হাজার ব্রাজিল মুদ্রায় চাকুরী করা সম্ভব। যেমন ব্রাজিলে বিনা পয়সায় লেখা পড়া ,কোর্স করা সম্ভব। ২/৩ মাস একটু কষ্ট করলেই মিলবে অনেক টাকা বেতনের চাকুরী।
নিচে ব্রাজিলিয়ান ভাষায় নিউজ টি দেয়া হলো।-

Saiba quais as 10 profissões com os maiores salários

Conheça as profissões que pagam os melhores salários no Brasil e descubra se a sua carreira está na lista!
salário
Medicina lidera a lista das profissões com os maiores salários do Brasil, de acordo com um estudo do Instituto de Pesquisa Econômica Aplicada (Ipea) realizado recentemente. A profissão aparece em primeiro lugar, com uma média salarial de quase R$ 8.500 e uma taxa de ocupação que se aproxima de 100% . Ou seja: é praticamente impossível encontrar um médico desempregado por aí.
O estudo do Ipea revela um outro dado interessante: as engenharias estão dominando o ranking das profissões mais bem pagas do Brasil. Embora não ocupem o primeiro lugar, elas marcam presença em cinco das dez posições! Quem opta por esses cursos têm boas oportunidades de ganhar dinheiro pelo Brasil afora.
Descubra a seguir quais são as profissões com maiores salários do País e o que fazer para entrar com o pé direito no mercado.

1. Medicina

Salário médio: R$ 8.460
Líder isolado no ranking dos maiores salários há bastante tempo, Medicina segue gerando uma boa renda aos seus profissionais no Brasil. Também é a carreira que apresenta a maior taxa de ocupação do País: 97,07%. Tamanha procura se explica pela alta carência de profissionais nas cinco regiões. Faltam médicos de diversas especialidades nas cidades mais distantes dos grandes centros urbanos ou em áreas de maior vulnerabilidade social, o que também abre oportunidade para jovens profissionais fazerem um bom dinheiro.

2. Setor militar e de defesa

Salário médio: R$ 7.695
O setor militar é formado, basicamente, por funcionários públicos que contam com muitos adicionais ao salários e benefícios próprios da carreira. Profissionais dessa área têm o segundo melhor salário do País.

3. Engenharia de Transportes

Salário médio: R$ 6.052
A Engenharia de Transportes tem ganhado muito destaque com o crescente desenvolvimento da infraestrutura no Brasil. É a área da Engenharia responsável pelo desenho, construção, controle e aprimoramento do fluxo de estradas, sistemas viários, portos, aeroportos e redes ferroviárias. Uma maior preocupação com a mobilidade urbana também fez aumentar a procura por esse profissional.

4. Engenharia Química

Salário médio: R$ 5.815
Os engenheiros químicos passaram a ser muito procurados depois do crescimento das indústrias de transformação no Brasil, especialmente a petroquímica, de plástico, papel e celulose. Ele é responsável por pesquisar novos produtos, aperfeiçoar fórmulas, buscar técnicas mais limpas e eficientes de produção química.

5. Engenharia Civil

Salário médio: R$ 5.768
Quem também faturou alto com o desenvolvimento do Brasil nos últimos anos foi o engenheiro civil. Responsável por pensar e executar projetos de prédios, estradas, pontes, shopping centers e qualquer estrutura edificável, passou a ser um profissional bastante requisitado. Grandes eventos esportivos, como Copa e Olimpíadas, deram um gás extra à carreira.

6. Engenharia Mecânica e Metalúrgica

Salário médio: R$ 5.500
A Engenharia Mecânica é responsável por projetar e desenvolver máquinas e equipamentos para a indústria automotiva, aeronáutica, de eletrodomésticos, informática e afins. Já a Metalúrgica atua no tratamento e produção de metais por meio de processos de beneficiamento de minérios. São duas carreiras em ascensão no Brasil.

7. Odontologia

Salário médio: R$ 5.367
Os profissionais de Odontologia fazem parte do time de profissionais da área da saúde mais bem pagos. Quem se forma nessa graduação pode atuar como cirurgião-dentista, ou se especializar em tratamentos de gengiva, aparelhos ortodônticos, implantes, etc. Assim como os médicos, muitos possuem seu próprio consultório e, por vezes, podem ter rendimentos mensais muito acima deste valor. A área possui também a segunda maior taxa de ocupação, com 96,22%.

8. Engenharia Elétrica e de Automação

Salário médio: R$ 4.835
Tanto a Engenharia Elétrica quanto a de Automação trabalham lado a lado com tecnologia de ponta. Os profissionais destas áreas têm a tarefa de projetar e desenvolver sistemas automatizados que facilitem a produção, agilizem os processos e ajudem a diminuir os custos gerais de fabricação. Também atuam nos processos de produção e distribuição de energia elétrica, elaboram projetos de instalações, produzem laudos e asseguram a execução das obras.

9. Estatística

Salário médio: R$ 4.780
Com atuação em áreas diversas, como governo (setor público), indústria, mercado financeiro, bancos e institutos de pesquisa e tecnologia, o estatístico garantiu seu lugar entre as profissões mais bem pagas do Brasil. Embora seja um curso ainda pouco conhecido da maioria dos brasileiros, sua atuação tem se tornado estratégica por garantir o monitoramento de dados e obter informações importantes sobre o mercado, entre outras atividades.

10. Direito

Salário médio: R$ 4.104
O Direito é a única carreira da área de Ciências Humanas na lista. Embora seja uma profissão com bastante disponibilidade de profissionais, ainda consegue oferecer bons salários, especialmente no serviço público ou em áreas jurídicas de grandes empresas.

Existem bons salários em todas as áreas!

Se a carreira que você deseja não está na lista das mais bem pagas do mercado, não desanime. Existem profissionais bem remunerados em todas as profissões, das Artes à Zootecnia.
O ideal é buscar um curso com o qual você se identifique e tenha interesse em crescer. Nesse processo, boa formação é fundamental. Pesquisas mostram que um diploma universitário garante ao profissional um salário até 167% mais alto do que o daqueles que concluíram apenas o ensino médio. Quanto mais formação de alto nível (especialização, mestrado, doutorado), maiores as chances de entrar nessa lista.

Onde estudar

Conheça algumas instituições reconhecidas e bem avaliadas pelo Ministério da Educação que oferecem cursos nas áreas com maiores salários.

ব্রাজিলের রিয়াস থেকে বাংলাদেশি টাকায় আজকের পরিবর্তন


Brazilian Real equals
24.27 Bangladeshi Taka

BRL - Brazilian Real

Country:Brazil
Region:South America
Sub-Unit:1 Real = 100 centavo
Symbol:R$
The real, meaning 'royal, was first introduced by Portugese settlers and became Brazil's official currency in 1690. It was not sub-divided in smaller units. The modern real (plural reais) was introduced on July 1, 1994.

BDT - Bangladeshi Taka

Country:Bangladesh
Region:Asia
Sub-Unit:1 ৳ = 100 paisa
Symbol:
The Taka (টাকা) is the currency of Bangladesh and is subdivided into 100 poisha. The most commonly used symbol for the Taka is Tk and ৳. In Bengali, the word "taka" is also used to mean any money, currency, or notes. Thus, colloquially, a person speaking Bengali may use "taka" to refer to money regardless of what currency it is denominated in.

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র, পাল্টা হুমকি রাশিয়ার


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলানোর সন্দেহে শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ৩৫জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি এবং সান ফ্রান্সিসকো কনসুলেটের এসব কূটনীতিক এবং তাদের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাবার নির্দেশ দেয়া হয়েছে। 
 
সেই সঙ্গে মেরিল্যান্ড এবং নিউ ইয়র্কে গোয়েন্দা তথ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত এমন দুটি রুশ কম্পাউন্ডও বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া রুশ গোয়েন্দা সংস্থার গ্রু ও এফএসবির ও তাদের সাথে সম্পৃক্ত নয়টি সংস্থা ও ব্যক্তির ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাশিয়া এর কঠোর জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র বলেছেন, ক্রেমলিনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র গুরুতর অস্বস্তিতে পড়বে।  
 
 
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে ডেমোক্রেটিক পার্টি এবং হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা রুশ হ্যাকারদের কবলে পড়েছিল, এমন অভিযোগের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও রাশিয়া এসব অভিযোগ নাকচ করে দিয়েছে।
 
মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়াকে 'খেলো' করার চেষ্টার জন্য যারা দায়ী এসব পদক্ষেপ তাদের জন্যেই নেয়া হয়েছে। এক বিবৃতিতে ওবামা বলেছেন, রাশিয়ার কর্মকাণ্ডের ব্যাপারে সব মার্কিন নাগরিকেরই সচেতন থাকা উচিত। সেই সঙ্গে মার্কিন বিশেষজ্ঞদেরও রুশ সাইবার হামলার ঝুঁকি চিহ্নিত করা এবং তা থেকে রেহাই পাবার উপায় খোঁজার আহ্বান জানিয়েছেন।
 
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নিঃসন্দেহে এর সমানুপাতিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র গুরুতর অস্বস্তিতে পড়বে। রাশিয়া তাড়াহুড়া করে কোনো প্রতিক্রিয়া জানাবেনা উল্লেখ করে তিনি বলেন, এই সিদ্ধান্তগুলো প্রেসিডেন্ট ওবামা নিয়েছেন, কিন্তু তিন সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেবেন। অবশ্যই, এই বিষয়গুলো কোনো না কোনো ভাবে বিবেচনায় নেয়া হবে। বিবিসি।

বিশ্বের সবচেয়ে উঁচু সেতু এখন চীনে


চীনে যানবাহন চলাচলের জন্য বিশ্বের সর্বোচ্চ সেতু খুলে দেয়া হয়েছে। একটি নদীর ওপর নির্মিত বিপানজিয়াং সেতুর উচ্চতা ৫৬৫ মিটার (১ হাজার ৮৫৪ ফুট)। সেতুটি পার্বত্য প্রদেশ ইউনান ও গুইঝু প্রদেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে।
 
শুক্রবার গুইঝু প্রাদেশিক পরিবহন বিভাগের এক বিবৃতিতে  একথা বলা হয়। 
 
দেশবাসীর আশা, এ সেতু নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দু’টি পার্বত্য প্রদেশের মধ্যে সংযোগ স্থাপন সম্ভব হয়েছে এবং যাতায়াতে চার ভাগের তিন ভাগ সময় কম লাগবে। 
বৃহস্পতিবার সেতু খুলে দেয়ার পর দুয়ান নামের এক ট্রাক চালকের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, এর ফলে ইউনানের জুয়ানউয়ি থেকে গুইঝুর শুইচেংয়ে যাতায়াতে চার ঘণ্টারও বেশি সময় কম লাগবে।
 
তিনি আরো বলেন, সেতুটি এ দুই প্রদেশে যাতায়াতকারী লোকজনের খুবই উপকারে আসবে।
 
স্থানীয় সংবাদপত্র গুইঝু ডেইলি জানায়, ১ হাজার ৩৪১ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ১৪ কোটি ৪০ লাখ ডলার (১শ’ কোটি ইউয়ান) ব্যয় হয়।

ভারতীয় অভিনেতা তাপস পাল গ্রেফতার


ভারতের তৃণমূল সংসদ সদস্য অভিনেতা তাপস পালকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা সিবিআই। শুক্রবার সকাল থেকে তাকে ৪ ঘণ্টা জেরা করার পর তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার 
 
বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সঙ্গে ঘনিষ্ঠ যোগসাজসের জন্য কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয়।

 আনন্দবাজার

Thursday, December 29, 2016

ব্রাজিলের সবচেয়ে সুন্দর শহরগুলোর একটি কুরিচিবা।

ব্রাজিলের সবচেয়ে সুন্দর শহরগুলোর একটি কুরিচিবা। বসবাসের জন্য একেবারে আদর্শ জায়গা। থরে থরে সাজানো পাইন গাছ,সুন্দর স্থাপত্য নিদর্শন ও চোখ জুড়ানো বিল্ডিংয়ে ছবির মতো সাজানো এই শহরটি। কুরিচিবার সবচেয়ে চমক জাগানো তথ্য হলো এটি ব্রাজিলের সবচেয়ে কম সময়ের রাজধানী ছিল। ১৯৬৯ সালে সামরিক জান্তার সময় মাত্র তিন দিনের জন্য রাজধানী হওয়ার গৌরব অর্জন করে শহরটি।

জাতিসংঘকে আড্ডার জায়গা বললেন ট্রাম্প

যুুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘকে একটি ক্লাব বলে আখ্যায়িত করে বলেন সেখানে মানুষ আড্ডা দিতে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিতর্কিত টুইটের জন্য ট্রাম্প অনেক সমালোচিত হয়েছেন। তবে এবার তিনি সরাসরি জাতিসংঘকে আক্রমণ করে বসেছেন। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বরএক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, "জাতিসংঘের অনেক কিছু করার ক্ষমতা রয়েছে তবে এটি এখন ভদ্রলোকদের পুর্নমিলনীর একটি ক্লাব। তারা সেখানে আড্ডা দেন এবং ভাল সময় কাটান। খুবই দুঃখের বিষয়।"  

ট্রাম্প জাতিসংঘে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন বন্ধের প্রস্তাব পাস প্রসঙ্গে সেখানে উল্লেখ করেননি। যুক্তরাষ্ট্র ঐ প্রস্তাবে কোন ভেটো প্রদান করেনি ফলে প্রস্তাবটি ১৪-০ ভোটে পাস হয়। তবে ট্রাম্প এ প্রসঙ্গে সমালোচনা করে এক টুইট বার্তায় বলেন ২০ জানুয়ারির পর পরিস্থিতি বদলে যেতে পারে। 

সূত্র: ইন্ডিপেনডেন্ট 

পাকিস্তানে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৪২


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বড়দিনে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত বিষাক্ত মদপানে ৪২ জন মারা গিয়েছে। এ ঘটনায় পূর্ব পাঞ্জাব প্রদেশের তোবা তেক জেলার সব মদ বিক্রেতাকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। 

বড়দিন উদযাপন উপলক্ষে খ্রিস্টান কমিউনিটি আয়োজিত উৎসবে মদ্যপান করে বিষক্রিয়ার শিকার হয়েছিল নিহতরা। নিহতদের মধ্যে পাঁচজন মুসলিম রয়েছে। প্রায় ১৫০ জন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের হুঁশ ফেরেনি। 

সূত্র: আল-জাজিরা

আইএসকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট


ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি ওয়াইপিজি এবং পিওয়াইডিসহ অন্যান্য সন্ত্রাসী সংগঠনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি দাবি করেন, এ ব্যাপারে তার কাছে তথ্য-প্রমাণ রয়েছে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়া ইস্যুতে ইরান ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে তার দেশ। তিনি ২৮ ডিসেম্বর বুধবার এ কথা বলেন। এএফপি, ইন্টারফ্যাক্স।

তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, আইএসকে সমর্থন দেওয়ার ব্যাপারে তারা (যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট) আমাদের দোষারোপ করেছে। এখন তারা আইএস, ওয়াইপিজি, পিওয়াইডিসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। আমাদের কাছে ছবি ও ভিডিও ফুটেজসহ অকাট্য তথ্য-প্রমাণ রয়েছে-বলেন এরদোগান। তবে, তুর্কি প্রেসিডেন্টের এই অভিযোগকে ‘হাস্যকর’ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি বাহিনী আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। চলতি বছরের আগস্টে সিরিয়ায় অভিযান শুরু করার পর এ পর্যন্ত ৩৭ তুর্কি সেনা নিহত হয়েছেন।

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সিরিয়া প্রসঙ্গে আঙ্কারা, তেহরান এবং অন্যান্য আঞ্চলিক দেশের সঙ্গে আরও বেশি সহযোগিতা গড়ে তুলতে মস্কো সব সময় প্রস্তুত রয়েছে। ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতার ফল হিসেবে সম্প্রতি সিরিয়ার আলেপ্পো নগরী পুনরুদ্ধার হয়েছে এবং বহু মানুষ প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গত ২২ ডিসেম্বর সিরিয়ার সেনাবাহিনী ঘোষণা করে, দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরী পুরোপুরি জঙ্গিমুক্ত হয়েছে। ২০১২ সালের পর এই প্রথম গোটা আলেপ্পো নগরীর ওপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল। সিরিয়ায় তত্পর জঙ্গিদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কসহ আরও কিছু আঞ্চলিক দেশের সমর্থন থাকা সত্ত্বেও সিরিয়ার সেনাবাহিনী এ সাফল্য অর্জন করেছে। 

এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বার্ষিক ভাষণে বলেন, ইরান ও তুরস্কের সহযোগিতা এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সদিচ্ছা ছাড়া আলেপ্পো পুনরুদ্ধার সম্ভব ছিল না। শিগগিরই কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইরান, রাশিয়া, তুরস্ক ও সিরিয়ার মধ্যে চতুর্পক্ষীয় শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান ভ্লাদিমির পুতিন।

প্রসঙ্গত, রোববার সিরিয়া সমস্যা নিয়ে কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। রাশিয়া সফররত কিরগিজ প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভও ওই ফোনালাপে অংশ নেন বলে ক্রেমলিনের দেওয়া বিবৃতিতে জানানো হয়।

নিউজিল্যান্ডে ভূমিকম্প

নিউজিল্যান্ডে মধ্যাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৩টা ৩৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
 
নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উত্পত্তিস্থল সেডনের ৩৫ কিলোমিটার পূর্বে ও ভূমি থেকে ১৫ কিলোমিটার গভীরে। 
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এখনও কোন খবর পাওয়া যায়নি।

ইসরায়েলকে কেরির সতর্কবাণী


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অবশেষে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন প্রসঙ্গে মুখ খুললেন। বুধবার (২৮ ডিসেম্বর) এক বক্তৃতায় কেরি ইসরায়েলকে সতর্ক করে বলেন ফিলিস্তিনে তাদের এই অবৈধ বসতি স্থাপন দেশটির গনতান্ত্রিক প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলবে।  

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বসতি স্থাপন বন্ধ প্রসঙ্গে ভোটগ্রহণ করা হলে যুক্তরাষ্ট্র তাতে ভোট দেয়া থেকে বিরত থাকে। এ প্রসঙ্গে কেরি বলেন, "অধিকৃত ফিলিস্তিন ভূখন্ডে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের জন্য নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব গৃহীত হয়েছে, যুক্তরাষ্ট্র তাতে বাধা দেয়নি।  আমাদের লক্ষ্য ছিল ইসরায়েল যাতে  প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও নিরাপদে টিকে থাকতে পারে তা নিশ্চিত করা।"

প্রেসিডেন্ট বারাক ওবামা তার ক্ষমতা ছাড়ার পূর্বে কেরি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর এই দখলদারী মনোভাবকে তিরস্কার করে বলেন তাদের এই বসতি স্থাপন ইসরায়েলের ভবিষ্যত নির্ধারন করবে। তারা যদি বসতি স্থাপন অব্যাহত রাখে তাহলে তাদের যেকোন একটি পথ বেছে নিতে হবে। হয় তারা গনতন্ত্রকে বেছে নিবে নয়তো তারা ইহুদিরাষ্ট্র হিসেবে থাকবে। 

অপরদিকে ক্ষমতা গ্রহণের অপেক্ষায় থাকা নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় ইসরায়েলকে শক্ত থাকতে বলেছেন। আর্ন্তজাতিক আইন অনুযায়ী ইসরায়েলের এই বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ। যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের ঐ প্রস্তাবে ভেটো প্রদান না করায় ক্ষুব্ধ ইসরায়েল ওবামা প্রশাসনের ব্যাপক সমালোচনা করে। 

সূত্র: এএফপি, আল-জাজিরা

দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় বন্যায় নিহত ৮


প্রচুর বজ্রবিদ্যুত সহ ঝড় এবং বৃষ্টিপাতে বলিভিয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এর ফলে ৮ জন মারা গিয়েছে এবং দেশব্যাপী যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লাপাজসহ দেশটির পশ্চিমাঞ্চলের পাঁচটি এলাকায় উচ্চ পর্যায়ের সতর্কতা ঘোষণা করা হয়েছে। 

বন্যার কারণে রাস্তাঘাট পানিতে ডুবে গিয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বন্যার পানি থেকে একটি অ্যাম্বুলেন্স উদ্ধার করা হয়েছে। গত ২৫ বছরের মধ্যে এটাই বলিভিয়ায় সবচেয়ে ভারীবর্ষণ যা দেশটিতে দুর্যোগ ডেকে এনেছে।

 সূত্র: আল-জাজিরা 

Wednesday, December 28, 2016

ব্রাজিলের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন শহরের একটি রিও দি জেনেরিও

ব্রাজিলের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন শহরের একটি রিও দি জেনেরিও
**********************************************************************************************
উপমহাদেশের লোকদের সামনে ব্রাজিলের নাম আসলেই ভেসে ওঠে বর্ণিল কার্নিভালের ছবি। ড্রাম-বাঁশির সুরে লাখো লাখো স্থানীয় আদিবাসীদের ঐতিহ্যবাহী খোলামেলা পোশাক পড়ে সেই উৎসবে অংশ নেয়া। চোখ ধাঁধানো সেই শোভাযাত্রা। থাকে নাচে গানে ভরপুর জলসা।সেখানে বয়সের ফ্রেম থেকে বেরিয়ে ব্রাজিলিয়ানরা মুক্তির গান গায়। সাগর পাড়ের এই শহর বিখ্যাত রোদে পোড়া তামাটে চেহারার বিকিনি সুন্দরিদের জন্য। আক্ষরিক অর্থেই তা যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে রিও ডি জেনিরোতে যেতে হবে। ব্রাজিলের সাবেক রাজধানী এটি। এই শহরেই ব্রাজিলের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রেগুলোর অন্যতম কোরকোভাদো ও সুগারলভ পর্বত অবস্থিত। আছে সোনা রাঙা বিচও।

ব্যলন ডি'অরের জন্য নিজেকে খুন করব না: নেইমার


তার তারকাখ্যাতি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। অনবদ্য কিছু গোল করেছেন।
বেশ কিছু ভালো মৌসুম কাটিয়েছেন। তবুও ব্যালন ভাগ্যে জোটেনি ব্রাজিলিয়ান সুপাস্টার নেইমারের। অন্য সবার মত তিনিও ব্যালন ডি'অর জেতার স্বপ্ন দেখেন। তবে বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার পাওয়ার জন্যে বাড়তি চাপ নিতে রাজি নন বার্সেলোনা তারকা।
বর্ষসেরা হওয়া প্রসঙ্গে নেইমার বলেন, "বার্সেলোনাতে আমি খুব আনন্দে আছি। অবশ্যই ব্যালন ডি'অর জয় আমার লক্ষ্য, কিন্তু এর জন্যে আমি নিজেকে খুন করব না। "
২০১৫ সালের বর্ষসেরার দৌড়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পেছনে থেকে তৃতীয় হয়েছিলেন নেইমার। আর এবারের ব্যালন ডি'অর জেতার লড়াইয়ে হয়েছেন পঞ্চম।
মেসি ও গ্রিজমানকে পিছনে ফেলে এবার জেতেন রোনালদো। চতুর্থ হন লুই সুয়ারেজ। তবে তাতে মোটেও হতাশ নন রিও জি জেনেইরো অলিম্পিকে ব্রাজিলকে সোনা জেতানো ২৪ বছর বয়সী এই তারকা। তিনি বলেন, "আমি সুখী হতে চাই এবং বার্সেলোনায় আমি সুখে আছি। ব্যালন ডি'অর না জিতলে এটা কোনোও সমস্যা নয়। "

বাংলাদেশের নারী বিয়েতে সৌদি পুরুষদের মানা

বাংলাদেশ, পাকিস্তান, চাদ ও মিয়ানমারের প্রবাসী নারীদের বিয়ে করতে সৌদি আরবের পুরুষদের নিষেধ করা হয়েছে।

মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কোরাইশির বরাত দিয়ে মক্কা ডেইলির এক খবরে এ কথা বলা হয়েছে।

সৌদি পুরুষদের বিদেশী নাগরিকদের বিয়ে করা থেকে বিরত রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, সৌদি নাগরিক যারা এখনও বিদেশীদের বিয়ে করতে চান, তাদের প্রথমে সরকারের সম্মতি নিতে হবে।

সরকারি যথাযথ চ্যানেলের মাধ্যমে বিয়ে করার জন্য একটি আবেদন জমা দিতে হবে।

পত্রিকাটির খবরে বলা হয়, বিদেশীদের বিয়ে করতে হলে নানা আনুষ্ঠানিকতার জন্য সরকারের অনুমতি নিতে হয়। এখন সৌদি নাগরিকদের বিদেশীদের বিয়েতে কঠোর নিয়ম-কানুনের মুখোমুখি হতে হবে।

ওই চারটি দেশের প্রায় পাঁচ লাখ নারী বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন বলেও পত্রিকাটি জানিয়েছে।

ধর্ষণের পর অন্তঃসত্ত্বাকে ট্রেন থেকে ধাক্কা

ধর্ষণের পর অন্তঃসত্ত্বা তরুণীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে।
 
ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন ওই তরুণী।
 
মঙ্গলবার ভারতের মালদহের সামসি এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা যায়, বিয়ের আশ্বাসে দিন দশেক আগে ওই তরুণীকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক। সম্প্রতি ওই যুবকের অন্যত্র বিয়ে ঠিক হয়।
 
সে কথা জানার পরে ওই তরুণী তার বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেন।
 
পরিবারের দাবি, শেষ পর্যন্ত ওই তরুণীকে বিহারে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে বিয়ে করবে বলে বিয়ে করবে ফের প্রতিশ্রুতি দেয়। তার কথার ওপরই মেয়েটি ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান।
 
ওই যুবকের সঙ্গেই কাটিহার-মালদহ প্যাসেঞ্জারে ওঠেন। ট্রেনটি সামসি স্টেশনে ঢোকার মুখে সিগন্যালে দাঁড়িয়ে ছিল। এর কিছুক্ষণের মধ্যে ট্রেনটি সামসি স্টেশনে ঢোকার সময় প্ল্যাটফর্মের ঠিক আগে লাইনের উপরে আছড়ে পড়েন ওই তরুণী। তাতেই ডান হাত কেটে যায়।
 
তদন্তে পুলিশ মনে করছে, এ ঘটনা আত্মহত্যার চেষ্টাও হতে পারে।
 
তবে ওই তরুণীর পরিবারের স্পষ্ট দাবি, ওই যুবকই তাদের মেয়েকে মেরে ফেলার জন্য ঠেলে ফেলে দিয়েছিল।

টানা ৯২ ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের

উইকেটের পেছনে গ্লাভস হাতে যেমন উজ্জ্বল মুশফিকুর রহিম। ঠিক তেমনি উইকেটের সামনে ব্যাট হাতে ঝলসে ওঠেন তিনি। ইনজুরি ছাড়া টানা ৯২ ম্যাচ খেলার রেকর্ড একমাত্র মুশফিকের।

ছয় বছরেরও বেশি সময় পর ইনজুরির কারণে ওয়ানডে ও টি-২০ থেকে ছিটকে পড়লেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসার এই ক্রিকেটার।

সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি পান মুশফিক। বুধবার জানিয়ে দেয়া হল এই সিরিজে আর খেলতে পারবেন না তিনি।

বৃহস্পতিবার মুশফিকুরের জায়গায় দেশের জার্সিতে ওয়ান ডে অভিষেক হতে চলেছে নুরুল হাসানের।

১২ জানুয়ারি ওয়েলিংটনে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তার আগে মুশফিককে সুস্থ করে তুলতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশের কোচ হাথুরুসিংহ জানান, হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আগামী দুই সপ্তাহ ওকে দেখা হবে। তার পর সিদ্ধান্ত নেয়া হবে ও কবে মাঠে ফিরতে পারবে।

মুশফিক না থাকা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা উল্লেখ করে কোচ বলেন, ও দারুণ ফর্মে রয়েছে। তিন ফরমেটের ক্রিকেটেই সমানভাবে সফল। আমাদের জন্য বড় ধাক্কা ওর না থাকাটা।

২৯ বছরের মুশফিকুর প্রথম ওয়ান ডেতে দারুণ ফর্মেই ছিলেন। উইকেট কিপিংয়ের সঙ্গে সঙ্গে তার ব্যাট থেকে এসেছিল ৪২ রান। তার পরই চোট পেয়ে বেরিয়ে যান মাঠ থেকে।

২০১০ সালের ১৫ জুলাই থেকে গত ২৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে টানা ৯২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুশফিক। এই সময়ের মধ্যে মুশফিকুর রহিমই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি ইনজুরি ছাড়া সব ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন।

এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৬৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এতে তিনি ব্যাট হাতে রান করেছেন ৪১১৮। একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি ২৩টি হাফ সেঞ্চুরি ও চারটি সেঞ্চুরি করেছেন।

তাছাড়া ওয়ানডেতে ১৭১টি ডিসমিসাল করেছেন টিম বাংলাদেশের সাবেক অধিনায়ক। তিনি টেস্টে ৯২টি ও টি-টোয়েন্টি ৪৫টি ডিসমিসাল করেছেন।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates