বিশ্বের বৃহত্তম রাইড-শেয়ারিং কোম্পানি চীনের ডিডি চসিং ব্রাজিলের রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান নাইনটি নাইন অধিগ্রহণ করেছে। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে চীনা কোম্পানিটি। খবর সিনহুয়া।
চীনা কোম্পানিটি নাইনটি নাইন অধিগ্রহণের সুনির্দিষ্ট কোনো অর্থের পরিমাণ জানায়নি। তবে ব্রাজিলীয় গণমাধ্যমের হিসাবে প্রায় ৩০ কোটি ডলারে নাইনটি নাইন অধিগ্রহণ করেছে ডিডি। নাইনটি নাইনের কৌশলগত ১০ শতাংশ শেয়ার কেনার এক বছর পর প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করল চীনা কোম্পানিটি। ব্রাজিলের ৫০০টি শহরে কার্যক্রম রয়েছে নাইনটি নাইনের। প্রতিষ্ঠানটিকে মার্কিন রাইড-শেয়ারিং কোম্পানি উবারের স্থানীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হয়।
চীনা কোম্পানিটি জানায়, লাতিন আমেরিকায় বাজারের আরো প্রসার ঘটাতে এবং অঞ্চলটির নাগরিকদের পরিবহনে ক্ষেত্রে আরো পছন্দ হাজির করতে ডিডি ও নাইনটি নাইনের মধ্যকার বিদ্যমান গভীর অংশীদারিত্বের ওপর ভিত্তি করে এ বিনিয়োগ করা হয়েছে। একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কের অংশ হিসেবে ডিডির সাতটি প্রধান আন্তর্জাতিক রাইড-শেয়ারিং প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে। এ নেটওয়ার্কটি বিশ্বের এক হাজারেরও বেশি শহরে সেবা দিচ্ছে এবং বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি মানুষের কাছে পৌঁছেছে।
২০১৬ সালে উবারের চীনা কার্যক্রম ক্রয় ও অন্যান্য অধিগ্রহণের পর ডিডির আনুমাণিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৬০০ কোটি ডলার।
No comments:
Post a Comment