সয়াবিন উৎপাদনকারী দেশগুলোর তালিকায় ব্রাজিলের অবস্থান বিশ্বে দ্বিতীয়। চলতি ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে পণ্যটির উৎপাদন আগের মৌসুমের তুলনায় ৩৮ লাখ ১০ হাজার টন কমতে পারে। তবে আগের মৌসুমের তুলনায় কমলেও এবার দেশটিতে সয়াবিন উৎপাদন সাম্প্রতিক সময়ের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের জরিপ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে ব্রাজিলে সব মিলে ১১ কোটি ১ লাখ ৯০ হাজার টন সয়াবিন উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ৩৮ লাখ ১০ হাজার টন কম। ২০১৬-১৭ মৌসুমে দেশটিতে মোট ১১ কোটি ৪০ লাখ টন সয়াবিন উৎপাদন হয়েছিল।
গত নভেম্বরে প্রকাশিত রয়টার্সের জরিপ প্রতিবেদনে ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে সব মিলে ১০ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টন সয়াবিন উৎপাদন হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। সেই হিসাবে, সাম্প্রতিক পূর্বাভাসে পণ্যটির উৎপাদন প্রাক্কলন বেড়েছে প্রায় ৭ লাখ ৬০ হাজার টন। মূলত দেশটির সয়াবিন উৎপাদনকারী অঞ্চলগুলোয় অনুকূল আবহাওয়া বিরাজ করায় উৎপাদন প্রাক্কলন বাড়ানো হয়েছে।
সাম্প্রতিক সময়ের মধ্যে ২০১৬-১৭ মৌসুমে দেশটিতে সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদন হয়েছিল। এবার পণ্যটির উৎপাদন আগের মৌসুমের তুলনায় কমলেও সাম্প্রতিক সময়ের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চে অবস্থান করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সাড়ে ৬ কোটি টনের বেশি সয়াবিন রফতানি হতে পারে।
No comments:
Post a Comment