ইউরোপীয় ইউনিয়নে অস্থায়ীভাবে মাছ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ব্রাজিল। দেশটির কৃষি, প্রাণী পালন ও সরবরাহ মন্ত্রণালয় মঙ্গলবার এ ঘোষণাটি দেয়। খবর সিনহুয়া।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, ২০১৮ সালের ৩ জানুয়ারি থেকে এ ঘোষণা কার্যকর শুরু হবে। ব্রাজিলীয় মাছ রফতানিতে ইইউর অবরোধ এড়ানোর প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেশটি এ প্রদক্ষেপ নিচ্ছে।
চলতি বছরের সেপ্টেম্বরে ইইউ পরিচালিত একটি পরিদর্শনে ব্রাজিলের মত্স্য খাতের নানা অব্যবস্থাপনা উঠে আসে। ইইউর পক্ষ থেকে অভিযোগ করা হয় ব্রাজিল চাষজাত ও প্রাকৃতিক মাছের মধ্যে তেমন কোনো ফারাক রাখেনি।
ইইউর অভিযোগের পরিপ্রেক্ষিতে যেসব আপত্তি উঠে এসেছে, সেগুলো মোকাবেলার জন্য ব্রাজিল একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানা গেছে।
ব্রাজিলের মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০১৭-এর জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে দেশটি ২ কোটি ১৮ লাখ ডলারের মত্স্য সম্পদ রফতানি করেছে।
No comments:
Post a Comment