বিটকয়েনের মতো ভার্চুয়াল কারেন্সির সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছে ব্রাজিল ও পেরুর কেন্দ্রীয় ব্যাংক। এ ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি বিবেচনা করে দক্ষিণ কোরিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোয়ও বিটকয়েন নিষিদ্ধ করা হয়েছে। খবর সিনহুয়া।
সেন্ট্রাল ব্যাংক অব ব্রাজিলের (বিসিবি) প্রেসিডেন্ট ইয়ান গোল্ডফায়ন এক সংবাদ সম্মেলনে জানান, ‘বর্তমানে ক্রিপ্টোকারেন্সিগুলো কোনো ধরনের নীতিমালা ছাড়াই লেনদেন হয়। বিষয়টি এত বেশি ঝুঁকি সৃষ্টি করেছে যে, কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে সতর্কতামূলক বিবৃতিও দিয়েছে।’
নভেম্বরের শেষদিকে ইস্যুকৃত বিসিবির পক্ষ থেকে ডিজিটাল কারেন্সির সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে সতর্ক করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, সার্বভৌম কারেন্সির মতো ক্রিপ্টোকারেন্সিগুলোর সম গ্যারান্টি নেই। ‘এমনকি এ মুদ্রাগুলো প্রকৃত অর্থে কোনো সম্পদ হিসেবেও মূল্যায়িত হয় না। এর মূল্যমান শুধু বিশ্বাসের ভিত্তিতে নির্ধারিত হয়।’
বুধবার ব্রাজিলের এ কেন্দ্রীয় ব্যাংকপ্রধান ক্রিপ্টোকারেন্সির ‘বুদ্বুদ নিয়ে’ সতর্ক করে জানান, ‘এক্ষেত্রে আমাদের সাহায্য করার কিছুই নেই।’
অন্যদিকে সেন্ট্রাল রিজার্ভ ব্যাংক অব পেরুর প্রেসিডেন্ট জুলিও ভেলর্দের পক্ষ থেকেও বুধবার বিটকয়েন নিয়ে সতর্ক করা হয়েছে। তিনি জানান, বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি হিসেবে বিটকয়েন অনেক বড় ঝুঁকি সৃষ্টি করছে। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কোনো ধরনের নিরাপত্তা না থাকায় এ মুদ্রায় তিনি ব্যক্তিগতভাবে বিনিয়োগ করবেন না বলে উল্লেখ করেছেন।
No comments:
Post a Comment