মানবাধিকার বিষয়ক ইউরোপিয়ান আদালত দ্য ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে বাংলাদেশের ৪২ অভিবাসী আবেদন করেছে। এ আবেদনের প্রেক্ষিতে গ্রিসের বিরুদ্ধে ইউরোপিয়ান কনভেনশনের মানবাধিকার বিষয়ক ধারা ৪ লংঘনের অভিযোগ এসেছে। তথ্য: গ্রিক কাউন্সিল ফর রিফ্যুজি (জিসিআর)।
গ্রিসের বিরুদ্ধে কনভেনশনের আইন লংঘন করে দাসত্ব এবং জবরদস্তি শ্রমের অভিযোগ তোলা হয়েছে এ আবেদনে। শুক্রবার কাউন্সিলের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রিসে এত বড় আকারে এমন অভিযোগ তোলার ঘটনা এই প্রথম। ইউরোপেও ইতিপূর্বে এতবড় আকারে জবরদস্তি শ্রমের অভিযোগ উঠেছে বলে জানা যায়নি।”
এদিকে অভিবাসীদের পাশে দাঁড়ানোর জন্য একসঙ্গে চারটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সিদ্ধান্ত নিয়েছে। আর্টিক্যাল ৪ ভঙ্গের বিপরীতে ব্যাখ্যা দেওয়ার জন্য গ্রিস কর্তৃপক্ষকেও জানুয়ারির ২০ তারিখে সময় বেঁধে দেয়া হয়েছে বলে শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
উল্লেখ্য, প্রায় ২শ বাংলাদেশি, পাকিস্তানি অভিবাসী গ্রিসের নিয়া ম্যানোলাডা কমিউনিটির স্ট্রবেরি খামারে কাজ করেছিল। ২০১৩ সালের ৬ মাসের বেতনও তাদের পাওনা আছে।
বেতন না দিয়ে বরং তাদের ওপর নির্যাতন চালায় খামার মালিকেরা। তাদের আগুনে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করে। এ ঘটনায় কেউ নিহত না হলেও ২৮ জন আহত হয়।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, এ অঞ্চলের খামার মালিকদের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের একাধিক অভিযোগ রয়েছে। কর্মীদের ওপর অগ্নিবর্ষনের দায়ে এদের একজনের ১৪ বছর এবং একজনের ৮ বছরের সাজাও হয়েছে।
No comments:
Post a Comment