মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় ১৭ জন বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। কোস্টারিকা হয়ে নিকারাগুয়ায় প্রবেশ করার সময় তাদের আটক করা হয় বলে জানা গেছে।
অভুক্ত ও ভীত এই বাংলাদেশিদের কারো কাছেই পাসপোর্ট কিংবা কোনো কাগজপত্র ছিল না। গ্রেফতার করে তাদের পেনাস ব্লাঙ্কাস অপারেশন সেন্টারে পাঠানো হয়। অভিবাসীদের সেখানে খাদ্য ও পানীয় সরবরাহ করা হয়। মধ্য আমেরিকার এই দেশে আসা বাংলাদেশি অভিবাসীদের প্রধান লক্ষ্য ছিল হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া।
ধারণা করা হচ্ছে তারা কোনো দালালের নির্দেশনায় তারা কোস্টারিকা হয়ে নিকারাগুয়ায় যাচ্ছিলেন। সম্ভবত সেই দালালের কাছেই তাদের পাসপোর্ট ও কাগজপত্র রয়েছে। এর কয়েকদিন আগে একটি ট্যাক্সি থেকে আটজন অবৈধ অভিবাসীকে আটক করা হয় যাদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশের। সব মিলিয়ে এই বছর ১৮ জন বাংলাদেশি আটক হয়েছেন।
No comments:
Post a Comment