Saturday, January 9, 2016
মোহাম্মদপুরে চারতলা বাড়ি হেলে পড়েছে, ভবন সিলগালা
রাজধানীর মোহাম্মদপুরে একটি চারতলা বাড়ি হেলে পড়েছে। এ ঘটনায় ওই ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাজমহল রোডের সি-ব্লকের ১৯/৪ নম্বর ওই বাড়িটি হেলে পড়ার বিষয়টি বাসিন্দাদের নজরে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। এরপর বাড়িটি সিলগালা করে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ফায়ার সার্ভিস এবং রাজউকের কর্মকর্তারা জানিয়েছেন, দেখে মনে হয় ভবনটি কিছুটা হেলে পড়েছে। আদৌ ভবনটি হেলে পড়েছে কি-না বা ভবনে ফাটল ধরেছে কি-না, বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিনিধিদল তা পরীক্ষা করে জানাবে। নিরাপত্তার স্বার্থে ভবনটির বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভবনটির চারপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভবনটি অনেক দিনের পুরাতন। ভবনটির উপরের অংশ পশ্চিম পাশের নতুন একটি ভবনে কিছুটা লেগে আছে। ভবনটির বাসিন্দারা আতঙ্কিত হলেও চলে যায়নি। এক বাসিন্দা জানান, বাড়িটি আগে তিনতলা ছিল এখন চারতলা করা হয়েছে। এ কারণে হয়ত চাপ পড়তে পারে। ভবনটির চারতলার এক বাসিন্দা বলেন, ভবনটিতে ২৫-৩০টি পরিবার বাস করে। আজইই ভবনটি হেলে পড়েছে কি-না তারা জানেন না। তাদের ধারণা ভূমিকম্প যেদিন হলো সেদিনই ভবনটি পাশের ভবনের ওপর হেলে পড়েছে। যদিও দুপুরে তাদের নজরে এসেছে। জানা গেছে, ওই বাড়িটির মালিক সৈয়দ মোহাম্মদ ইউনুস মারা গেছেন। মালিক পক্ষের কেউ ওই বাড়িতে থাকেন না। তারা বাড়িটি ভাড়া দিয়ে গ্রামের বাড়ি মাগুরাতে থাকেন। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মামুন মাহমুদ ঘটনাস্থল থেকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। দেখে মনে হচ্ছে, ভবনটির একটি অংশ পাশের ভবনটির সাথে লেগে আছে। তবে এটি হেলে পড়েছে কি-না তা রাজউক ও অন্যান্য কর্তৃপক্ষ বলতে পারবে। আমরা শুধু দুর্ঘটনা এড়াতে ওই ভবনটির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে ভবনটি খালি করে দিয়েছি। তিনি জানান, বিকেল সাড়ে তিনটায় ফায়ার সার্ভিসের বেশ কয়েটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং রাত সাড়ে ৭টা পর্যন্ত তারা ঘটনাস্থলে ছিলেন। যেই বাড়ির ওপর চারতলা বাড়িটি হেলে পড়েছে সেই বাড়ির মালিক ওবায়েদুল ইসলাম সাংবাদিকদের জানান, বাড়িটি নির্মাণের পর থেকেই আমি এমন দেখে আসছি। সম্প্রতি ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। এ জন্য হয়তো কেউ গুজব ছড়িয়েছে। বাড়িটির একটি কোনা আমার বাড়ির সাথে লেগে আছে। হেলে পড়লে পুরো এক পাশই হেলে পড়ত। মোহাম্মদপুর এলাকার রাজউকের অথরাইজড অফিসার আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাজউকের কয়েকজন কর্মকর্তা বাড়িটি পরিদর্শন করেছে। বাড়ির মালিককে পাওয়া যায়নি। তবে ফোনে কথা হয়েছে। তাদের কাছে বাড়িটির নকশার কাগজপত্র আছে বলে মনে হয় না। মালিকের স্ত্রী জানিয়েছেন, তারা বাড়িটি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। বাড়িটি নির্মাণ হয় ৭০ দশকের দিকে। তিনি বলেন, ভবনটির গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ভবনের বাসিন্দাদের সরিয়ে দিয়ে ভবনটি সিলগালা করে দেয়া হবে। তিনি বলেন, ভবনটি হেলে পড়েছে কি-না বা ভবনে ফাটল ধরেছে কি-না তা নিশ্চিত বলতে পারছি না। তবে দেখে মনে হচ্ছে কিছুটা হেলে আছে বাড়িটি। বুয়েটের বিশেষজ্ঞ দিয়ে ভবনটি পরীক্ষা করানো হবে। বুয়েটের সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, আগামীকাল বুয়েট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক চিঠি দেয়া হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment