ব্রাজিলে পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় সাও পাওলো ও রিও ডি জানেরিওতে মুখোশধারী বিক্ষোভকারীদের সাথে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে।
দেশটিতে ২০১৩ সালে একবার গণবিক্ষোভের অন্যতম বিষয় ছিল পরিবহনের এই ভাড়া বৃদ্ধি। সে সময় ওই বিক্ষোভ প্রেসিডেন্ট ডিলমা রৌসেফকে মারাত্মক বেকায়দায় ফেলে দিয়েছিল।
শুক্রবার সাও পাওলোতে প্রায় তিন হাজার লোক শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে কতিপয় তরুণ বিক্ষোভকারী পাথর ছোড়া শুরু করলে এবং জঞ্জাল ও কাঠের তৈরি প্রতিবন্ধকে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি সহিংসতায় রুপ নেয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিকর গ্যাস ছুঁড়ে এর জবাব দেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করে। তবে এসব পদক্ষেপ বিক্ষোভকারীদের প্রতিহত করতে পারেনি। তারা একটি বাসে হামলা চালায় এবং নিউজস্ট্যান্ড ও একটি ব্যাংক ভাঙচুর করে।
কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের সময় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং আইন ভাঙার জন্য ১৭ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের সময় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং আইন ভাঙার জন্য ১৭ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
সাও পাওলোতে শনিবার থেকে গণপরিবহনের ভাড়া ৩ দশমিক ৫০ থেকে বেড়ে ৩ দশমিক ৮০ রিয়াস হবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাড়া বৃদ্ধির পক্ষে কথা বলেছেন। তারা বলেন, এটা মুদ্রাস্ফীতির হারের নিচে।
রিও ডি জানেরিওতেও একই ধরণের ঘটনা ঘটেছে। এখানেও পরিবহন ভাড়া সামান্য বেড়েছে।
এখানেও শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়। তবে বিক্ষোভ শেষ হওয়ার আগমুহূর্তে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়ান। বেলো হরিজন্তে নগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে।
No comments:
Post a Comment