Social Icons

Sunday, May 29, 2016

আর্জেন্টিনার স্বৈরশাসকের ২০ বছরের জেল

‘অপারেশন কনডোর’-এর অধীনে অপরাধ সংঘটনের দায়ে আর্জেন্টিনার সাবেক সামরিক শাসক রেইনালদো বিগনোনেকে ২০ বছর কারাদণ্ড দিয়েছে বুয়েনস এইরেসের একটি আদালত। শুক্রবার আর্জেন্টিনার ওই আদালতে বিগনোনের পাশাপাশি অভিযুক্ত আরও ১৪ সামরিক কর্মকর্তার রায় ঘোষিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। ওই ১৪ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে আট থেকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিন বছর ধরে চলা মামলায় এরা সবাই দোষী সাব্যস্ত হন। তবে এদের অপর দুই সহকর্মীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়নি। ১৯৭০-এর দশকে দক্ষিণ আমেরিকার স্বৈরশাসকরা পরস্পরের যোগসাজশে ‘অপারেশন কনডোর’ নামে এক ষড়যন্ত্রমূলক অভিযানের পরিকল্পনা করে। ওই দশকের মাঝামাঝি গোপনে এই ‘অভিযান’ শুরু করা হয়। অভিযানে আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে এবং বলিভিয়ায় বহু বামপন্থি আন্দোলনকারীকে অপহরণ এবং হত্যা করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৮৮ বছর বয়সী বিগনোনে সর্বোচ্চ সামরিক পদাধিকারী, তিনি ছিলেন আর্জেন্টিনার শেষ সামরিক শাসক। এছাড়া দণ্ডপ্রাপ্তদের মধ্যে উরুগুয়ের সাবেক কর্নেল ম্যানুয়েল কর্দেরো একমাত্র বিদেশী, তার ২৫ বছরের কারাদণ্ড হয়েছে। ২০১৩ সালে এই মামলার বিচার শুরু হওয়ার পর থেকে পাঁচ বিবাদী মারা যান। এদের মধ্যে আর্জেন্টিনার সাবেক জান্তা প্রধান জর্জ রাফায়েল ভিদেলাও রয়েছেন। বুয়েনস এইরিসের আদালতের সবচেয়ে বড় এজলাস কক্ষে এক ঘণ্টা ধরে রায়ের শুনানি অনুষ্ঠিত হয়, এতে এক ঘণ্টারও বেশি সময় লাগে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates