Wednesday, May 25, 2016
প্রতি পাঁচ দম্পতির এক-দম্পতি বিচ্ছেদ চাইছেন এই দেশে!
লন্ডন : সম্পর্ক টিকিয়ে রেখে সকলেই যে সংসার করতে চান এমন নয়৷ বরং দম্পতিরা একে অপরকে সহ্য করতে না পেরে এক-পঞ্চমাংশই বিচ্ছেদ চাইছেন ব্রিটেনে৷ এক গবেষণায় দেখা গিয়েছে, প্রতি পাঁচ দম্পতির এক-দম্পতি নিয়মিত ঝগড়া করেন এবং বিচ্ছেদ চান। দু’বছর ধরে প্রায় ২১ হাজার দম্পতির উপর সমীক্ষা চালিয়ে রিলেট নামে একটি দাতব্য প্রতিষ্ঠান এমনটাই লক্ষ্য করেছে ৷ সেই সমীক্ষায় বলা হচ্ছে, ব্রিটেনে ২৯ লাখের মত নারী-পুরুষ অত্যন্ত তিক্ত একটি সম্পর্কের মধ্যে বিবাহিত জীবন কাটাচ্ছেন। এদিকে সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলসে ২০১৩ সালে ১লাখ ১৫ হাজার বিবাহ বিচ্ছেদ হয়েছে। সেক্ষেত্রে বিয়ে না ভাঙলেও, আরও কয়েকগুণ নারী-পুরুষের সম্পর্ক ভঙ্গুর। সম্পর্কের এই তিক্ততার সবচেয়ে বড় শিকার হচ্ছে তাদের সন্তানেরা। বাবা-মায়ের ঝগড়া জেরে ছেলে-মেয়েদের মানসিক এবং শারীরিক সমস্যায় ভোগার সম্ভাবনা অনেক বেশি হয়।এরা একদিকে স্কুলে ভালো ফল করতে পারে না, অন্যদিকে অপরাধে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। গবেষণা বলছে প্রায় ৫০ শতাংশ দম্পতি কম-বেশি ঝগড়া ঝাটি করেন, কিন্তু সাত শতাংশের মধ্যে এই কলহ মারাত্মক রূপ নয়। যে সব দম্পতির সন্তানদের বয়স ১৬ বছরের নীচে, তাদের মধ্যে ঝগড়ার প্রবণতা বেশি। মনোবিজ্ঞানী নজর করেছেন দম্পতিদের মধ্যে কথা কমে যাচ্ছে। তখন বছরের পর বছর কথা না হওয়ার পর সম্পর্ক এমন তলানিতে চলে যাচ্ছে যে সেটা ঠেকানো সম্ভব হচ্ছে না৷ এই বিশেষজ্ঞদের ধারণা, একদিকে মোবাইল টেক্সট এবং ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ার কারণে দম্পতিরা একদিকে নিজেদের মধ্যে কথা বলছেন কম, অন্যদিকে সম্পর্কের মধ্যে সন্দেহ দানা বাড়ছে। সেক্ষেত্রে সম্পর্ক টিকিয়ে রাখতে দম্পতিদের সারাদিনে অন্তত ১০ মিনিট মুখোমুখি বসে খোলামেলা কথা বলা প্রয়োজন।
Labels:
লাইফস্টাইল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment