কনডমের বিজ্ঞাপন নিষিদ্ধ করা নিয়ে পাকিস্তানে পাল্টাপাল্টি জনমত তৈরি হয়েছে। দেশটির রক্ষণশীল জনগণের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও উদারপন্থীরা এর বিরোধিতা করছেন।
'কনডমের বিজ্ঞাপন শিশুদের নিষ্পাপ মনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে' এমন কারণ দেখিয়ে দেশের টেলিভিশন ও এফএম রেডিও চ্যানেলগুলোকে তা সম্প্রচার থেকে বিরত থাকতে বলেছে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি।
তারা বলছে, এই বিজ্ঞাপনগুলো দেখে শিশুদের কৌতুহলী মনে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়। আর সাধারণ জনগণ চায়না তাদের শিশুরা এ ধরণের বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হোক।
পাকিস্তানের রক্ষণশীল জনগণের একাংশ এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে। তবে অন্যরা বলছে, কনডমের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা সরকারের পরিবার পরিকল্পনা ও জন্ম নিয়ন্ত্রণ নীতির সঙ্গে সাংঘর্ষিক।
দেশটির রক্ষণশীল অংশটি বিভিন্ন রোগের টিকা দেয়ারও বিরোধিতা করে। এ কারণে সেখানে বহু টিকাদান কর্মীকে আক্রমণ এমনকি হত্যার শিকার হতে হয়েছে। সূত্র: সিএনএন
No comments:
Post a Comment