ভেনেজুয়েলার মুদ্রা নিয়ে সংকটের পরিপ্রেক্ষিতে জার্মানির বিমান সংস্থা লুফথানসা দেশটিতে ফ্লাইট পরিচালনা বন্ধের ঘোষণা দিয়েছে। আগামী ১৮ জুন পর্যন্ত তাদের সেবা বন্ধ থাকবে। এ ছাড়া বিশ্বের আরো কয়েকটি বিমান সংস্থা দেশটিতে ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়েছে।
বিবিসি জানায়, কঠোর নিয়ন্ত্রণের কারণে ভেনেজুয়েলার মুদ্রার ডলারে পরিবর্তন করা প্রায় অসম্ভব। এ কারণে বিমান সংস্থাগুলো ভেনেজুয়েলায় তাদের আয় দেশে পাঠাতে সমস্যায় পড়ে। এ ছাড়া তেলের দাম পড়ে যাওয়ায় ভেনেজুয়েলার অর্থনীতিও সংকটে পড়েছে। যে কারণে দেশটিতে দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি। এ ছাড়া ভেনেজুয়েলায় নিত্যপণ্যেরও সংকট দেখা দিয়েছে।
লুফথানসা এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৮ জুন পর্যন্ত কারাকাস থেকে ফ্রাঙ্কফুর্ট পর্যন্ত তাদের ফ্লাইট বন্ধ থাকবে। বিমান সংস্থাটি আরো জানায়, ২০১৫ সাল থেকে শুরু করে চলতি বছরের প্রথম ভাগ পর্যন্ত ভেনেজুয়েলার যাত্রীসংখ্যা কমেছে। তবে সময়সীমা পার হওয়ার পর অচিরেই তারা ফ্লাইট চালু করতে পারবে বলে আশা প্রকাশ করেছে।
বিবিসি জানায়, ২০০৩ সালে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শাভেজ মুদ্রার ওপর প্রথম কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। দুই বছর আগে এই নিয়ন্ত্রণ আরো কঠোর হয়েছে। এর ফলে বিদেশি বিমান সংস্থাগুলো ভেনেজুয়েলায় ফ্লাইট কমিয়ে দিয়েছে। আবার অনেক বিমান সংস্থা ভেনেজুয়েলার মুদ্রার পরিবর্তে ডলারে টিকেট কিনতে বাধ্য করছে।
ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি মুদ্রার রিজার্ভ দিয়ে নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখা হচ্ছে। তবে এমন রিজার্ভও ফুরিয়ে যাচ্ছে।
Saturday, May 28, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment