জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রস্তুতিকালে কোরিয়ান এয়ারের একটি উড়োজাহাজের এক পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
কর্মকর্তারা জানায়, বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে তিন শতাধিক আরোহী ছিল। ফ্লাইট ২৭০৮ হানেদা বিমানবন্দর থেকে আজ সকালে সিউলের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন লাগার পরপরই বিমান থেকে আরোহীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।
ঘটনার পরে বিমানের ওই ইঞ্জিনে ফোম স্প্রে করে আগুন নেভায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ব্যস্ততম বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং কোনো হতাহতেরও কথা শোনা যায়নি। তবে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম ৩০ জন যাত্রীর অসুস্থবোধ করার কথা জানিয়েছে।
No comments:
Post a Comment