এবার দুর্নীতির দায়ে দ্বিতীয় মন্ত্রী হিসেবে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন ট্রান্সপারেন্সি প্রধান ফ্যাবিয়ানো সিলভেইরো। রাষ্ট্রীয় তেল কোম্পানি নিয়ে হওয়া রেকর্ড দুর্নীতি বিষয়ে ফাঁস হওয়া রেকর্ডিংয়ে তার সংযুক্তির কারণে পদত্যাগে বাধ্য হলেন তিনি।
দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রীর পদে থেকে সিনেট প্রধান রেনান ক্যালহেরোসের সঙ্গে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রেসের দুর্নীতির তথ্য চেয়ে বারবার যোগাযোগ করছিলেন সিলভেইরো। পরবর্তীতে দেশটির স্থানীয় একটি গণমাধ্যমে প্রধান সিনেটরের সঙ্গে তার এক ফোনালাপ ফাঁস করে। ফোনালাপে সিলভেইরো সিনেটসহ দেশের বড় বড় বেশ কিছু রাজনীতিবিদকে দুর্নীতির দায়ে অপসারণের তীব্র সমালোচনা করেন। সেই সঙ্গে প্রধান সিনেটর রেনান ক্যালহেরোসের দুর্নীতির বিষয়টি দেখছেন বলেও জানান।
বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে শেষ পর্যন্ত সোমবার পদত্যাগ করেন সিলভেইরো।
উল্লেখ্য, দিলমা রৌসেফের পদত্যাগ বিষয়ক সিনেটের ভোট হওয়ার কিছু সময় পূর্বে প্রধান সিনেটর ক্যালহেরোসের বাস ভবনে এই অডিওটি রেকর্ড করা হয়। আল জাজিরা।
No comments:
Post a Comment