আফ্রিকার দেশ চাদের সাবেক স্বৈরশাসক হিসেনে হাবরেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সেনেগালের একটি আন্তর্জাতিক অপরাধ আদালত। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
হিসেনে হাবরের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও যৌন দাসী তৈরি করার অভিযোগ রয়েছে। মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে এবারই প্রথম আফ্রিকান ইউনিয়ন সমর্থিত আদালত কোন স্বৈরশাসককে শাস্তি দিল।
আদালতে হাবরের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছিল বাদী পক্ষ। তবে এই আদালতের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেন হাবরে। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন তিনি।
১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে ৪০ হাজার মানুষকে হত্যার জন্য দায়ী করা হয় হাবরেকে।
No comments:
Post a Comment