ভূমধ্যসাগরে লিবীয় উপকূলে নৌকা ডুবিতে ৩০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে নিহতের সংখ্যা আরো বেশি বলে খবরে জানানো হয়েছে।
বৃহস্পতিবারের এ ঘটনায় সাগর থেকে আরও ৭৭ জনকে উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ-ইউনিট। খবর বিবিসির।
সংবাদমাধ্যমে জানানো হয়েছে, লুক্সেমবুর্গের একটি বিমান প্রথমে ডুবে যাওয়া নৌকাটিকে চিহ্নিত করে সতর্ক সঙ্কেত জানায়। এরপর লিবীয় উপকূল থেকে ৬৫ কিলোমিটার দূরে ঘটনাস্থলে ইইউ-র টাস্কফোর্স এবং ইতালীয় কোস্টগার্ডের কয়েকটি জাহাজ উপস্থিত হয়। সেখানে উল্টে যাওয়া নৌকাটির খোল ধরে ভেসে থাকা ও সাঁতার কাটতে থাকা জীবিতদের উদ্ধার করা হয়।
ভূমধ্যসাগরে মানব পাচারকারীদের সঙ্গে লড়াইয়ে নিয়োজিত ইইউ-র ‘ন্যাভফর মেড’ অভিযানের মুখপাত্র ক্যাপ্টেন আন্তোনেল্লো ডি রেনজিস্ সোনিনো বলেন, আমাদের হিসাবে ২০ থেকে ৩০ জনের মৃত্যু হয়েছে।
তখনও উদ্ধার অভিযান চলছিল। সাগরে ভেসে থাকা লোকজনের উদ্দেশে স্প্যানিশ নৌবাহিনীর জাহাজ রেনিয়া সোফিয়া থেকে জীবন রক্ষাকারীর বয়া ও জ্যাকেট ছুড়ে দেয়া হচ্ছিল।
No comments:
Post a Comment