দু'জনের আগমন ঘটেছিল প্রায় একই সময়ে। বছর দুই আগে যখন ব্রাজিলের কোচ হয়ে আসেন দুঙ্গা তখন তারই পছন্দে অধিনায়কত্ব পান নেইমার। শুরু হয় অধিনায়ক নেইমার আর কোচ দুঙ্গার যুগ। কিন্তু দু'জনের এই রসায়ন খুব ভালো ফল আনেনি ব্রাজিল ফুটবলে। বিশ্বকাপে বাজেভাবে বিদায় নিতে হয় দলটিকে। এরপর গত বছরের কোপা আমেরিকাতেও প্রত্যাশা পূরণ হয়নি। সব মিলিয়ে দুঙ্গা তার পুরনো ছক পাল্টে ফেলে নতুন করে শুরু করতে চাচ্ছেন। আর এরই বাস্তবায়ন ঘটতে যাচ্ছে নেইমারকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে। ৩ জুন থেকে আমেরিকায় শুরু হওয়া কোপাতে অবশ্য খেলছেন না নেইমার। তবে দুঙ্গা ইঙ্গিত দিয়েছেন, তার পরও নেইমারকে আর 'আর্মব্র্যান্ড' দেওয়া হবে না। 'আমি কিছু ব্যাপারে পরিবর্তন আনতে চাচ্ছি। এবং অবশ্যই তা নিয়ে নেইমারের সঙ্গে কথা বলব। সে যেভাবে ফুটবল খেলে, তার যা ড্রিবলিং স্কিল, তাতে সে ভারমুক্ত হয়ে খেলতেই ভালোবাসে। যেটা সে বার্সেলোনার হয়ে খেলছে। বার্সেলোনায় সে অধিনায়ক নয় আর সে কারণেই ভারমুক্ত হয়ে দারুণ পারফর্ম করছে। অধিনায়কত্বটা এখানে বড় ব্যাপার না। পারফর্ম করাটাই বড়।' ব্রাজিলের স্পোর টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন দুঙ্গা।
ব্রাজিল কোচ মনে করেন, শুরুতে তার ভাবনায় গলদ ছিল। 'প্রথমে আমিও ভেবেছিলাম নেইমারকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে তার মধ্যে থেকে সেরাটা বের করে আনা সম্ভব। সেটা হয়তো ভুল ছিল।' এর আগেও দুঙ্গা একবার নেইমারের অধিনায়কত্ব নিয়ে কথা বলেছিলেন। 'নেইমারকে বেড়ে ওঠার জন্য তার চারপাশে আমাদের দারুণ একটা সেটআপ গড়ে তুলতে হবে। একটা শক্তিশালী দল দিতে হবে। নেইমার অনেকটা বেড়ে ওঠা শিশুর মতো। তাকে বার্সেলোনা দিন দিন গড়ে তুলেছে, এখন ব্রাজিলেরও দায়িত্ব নেইমারকে সেই সুযোগটা দেওয়া।' কোপা আমেরিকা না খেলতে পারলেও আগস্টে ঘরের মাঠে অলিম্পিক খেলবেন এই ব্রাজিল তারকা। আর তাতেই সব আকর্ষণ এখন নেইমারের। 'এটা ঠিক যে, কোপা এবং অলিম্পিক দুটি টুর্নামেন্ট খেলার ইচ্ছা ছিল আমার। কিন্তু ক্লাবের সঙ্গে চুক্তিকে সম্মান করতে গিয়ে শুধু অলিম্পিকটাই খেলতে হচ্ছে। তবে এজন্য আমি হতাশ না। আমি তেমন একটি টুর্নামেন্ট খেলব, যেটা ঘরের মাঠে এবং সেখানে কখনোই আমরা স্বর্ণ জিতিনি। দেশকে এই পদকটি এনে দেওয়াই হবে আমার সবচেয়ে বড় তৃপ্তি।' অধিনায়কত্ব হারানোর ইঙ্গিত নিয়ে কথা না বললেও অলিম্পিকে স্বর্ণ জয়ের ব্যাপারে নিজের মনের কথাটি বলেছেন নেইমার।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment