যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে ভোট দিতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে প্রচারণায় অংশ নিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।
সোমবার লন্ডনে যৌথভাবে একটি শোভাযাত্রার উদ্বোধন করেন ক্যামেরন ও সাদিক খান। টোরি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে লেবার পার্টির মেয়রের এই ‘মিত্রতা’ ব্রিটেনের রাজনীতিতে একটি বিরল ঘটনা।
উল্লেখ্য, ইইউতে থাকার পক্ষে অবস্থান নিলেও লেবার পার্টির প্রধান জেরেমি করবিন ক্যামেরনের সঙ্গে প্রচারণা চালাতে অস্বীকৃতি জানান। টোরি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রকাশ্যে প্রচারণার সিদ্ধান্তটি লন্ডনের স্বার্থে নেয়া হয়েছে বলে আত্মপক্ষ সমর্থন করেছেন সাদিক খান।
তিনি বলেছেন, ‘আমরা কখনো ভালো বন্ধু হতে যাচ্ছি না; কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হলো, ইউরোপীয় ইউনিয়নে থাকতে লন্ডনের মেয়র লন্ডনের বিষয় এবং লন্ডনের নাগরিকদের পক্ষে যুক্তি দেন।’
সাদিক খান আরো বলেন, ‘এই বিতর্কটি ডেভিড ক্যামেরন এবং আমার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের শহর এবং দেশের ভবিষ্যৎ সম্পর্কিত।’ সূত্র: বিবিসি
No comments:
Post a Comment