জাকার্তা: চরমতম জঘন্য অপরাধের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আর থাকছে না ফাঁসি। এবার আরও কঠিন হতে চলেছে যৌন অত্যাচারের শাস্তি। এবার শিশুদের উপর যৌন অত্যাচার চালালে রাসায়নিক উপায়ে তার লিঙ্গচ্ছেদ করা হবে। অভিনব এই শাস্তির বিধান চালু হয়েছে ইন্দোনেশিয়ায়।
সম্প্রতি ১৪ বছরের এক স্কুল পড়ুয়াকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করেছিল একদল দুষ্কৃতী। সেই নিয়ে উত্তাল হয়েছিল ইন্দোনেশিয়া। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই মেয়েটিকে অপহরণ করে তার উপরে চরম যৌন অত্যাচার চালিয়েছিল একদল মাতাল। কয়েকদিন বাদে এক জঙ্গল থেকে হাত পা বাঁধা নগ্ন দেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার জেরে দেশ জুড়ে সমালোচনার প্রবল ঝড় ওঠে। যৌন অত্যাচারের বিরুদ্ধে কড়া শাস্তির বিধান চালু করার জন্য প্রবল চাপ তৈরি হয় সরকারের উপরে। মৃত্যুদণ্ডের সাজার পক্ষেও তৈরি হয় ব্যাপক জনমত।
জনগণের প্রবল বিক্ষোভের মুখে পড়ে নয়া শাস্তির বিধান চালু করল ইন্দো সরকার। বুধবার রাষ্ট্রপতি জোকা উইডোডো নয়া আইনের উপর সম্মতি জানিয়েছেন। ইন্দোনেশিয়ার যৌন অত্যাচার সংক্রান্ত এই নয়া আইন অনুসারে, ধর্ষণের ফলে সংশ্লিষ্ট শিশুর মৃত্যু হলে বা সে মারাত্মক মানসিক, শারীরিক আঘাত পেলে ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেউ বারবার শিশুর ওপর যৌন নির্যাতন চালালে তার লিঙ্গচ্ছেদ করা হবে রাসায়নিক উপায়ে। আগের আইনে ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ বছরের কারাবাসের সাজার সংস্থান ছিল।
No comments:
Post a Comment