শ্রম আইন সংস্কার বিল নিয়ে অসন্তোষের জেরে শ্রমিকদের ডাকা ধর্মঘটে ফ্রান্স জুড়ে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে তেল শোধনাগার, পরমাণু শক্তি কেন্দ্র, বন্দর ও পরিবহন শ্রমিকরা এই ধর্মঘটে অংশ নিচ্ছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কপথ ও সেতুগুলো অবরোধ করে রেখেছে।
পরমাণু সাবমেরিন ঘাঁটিও অবরোধ করছে শ্রমিকরা। পরমাণু শক্তি কেন্দ্রগুলোতে উত্পাদনের গতি অনেক কম। অধিকাংশ জ্বালানি স্টেশন বন্ধ রয়েছে।
অবরোধের কারণে প্যারিস, নন্টস ও তুলুজ বিমানবন্দরে বিমান চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। ট্রেন চালকদের অবরোধের কারণে আঞ্চলিক ও কমিউটার ট্রেন সেবায়ও বিঘ্ন ঘটছে। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বড় বড় নগরগুলোতে সমাবেশ আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রী মানুয়েল ভালস প্রস্তাবিত বিল বাতিল করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তবে ‘বিলটি কিছুটা পরিবর্তন করা সম্ভব হবে’ বলে ইঙ্গিত দেন তিনি।
ভালস বলেন, ‘আইনে পরিণত করার আগে এখনও প্রস্তাবিত বিলটিতে পরিবর্তন ও পরিমার্জনের সুযোগ রয়েছে।’
No comments:
Post a Comment