Social Icons

Saturday, May 28, 2016

ভারতে ধর্ষণ ঠেকাতে বাসে ‘প্যানিক বাটন’

ভারতে ধর্ষণ ঠেকাতে সব বাসে বসানো হচ্ছে ‘প্যানিক বাটন’। এছাড়া বাসে থাকবে সিসিটিভি ক্যামেরা ও জিপিএস ব্যবস্থা। ভারতের পরিবহনমন্ত্রী নিতিন গড়কারি সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন। খবর দ্য ইনডিপেনডেন্টের।  প্যানিক বাটন গুলো বসানো হবে বাসের সামনের দরজার ওপর। এই প্যানিক বাটনে চাপ দিলে নিকটস্থ পুলিশ স্টেশনে অ্যালার্ম বেজে উঠবে। আর সিসিটিভি ও জিপিএস ব্যবস্থার মাধ্যমে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনা দেখতে ও কার্যকরী ব্যবস্থা নিতে পারবে।  নিতিন গড়কারি বলেছেন, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও দুর্ভাগ্যজনক অপ্রীতকর ঘটনা এড়াতে আমরা সব গণপরিবহনে বাধ্যতামূলকভাবে “প্যানিক বাটন”, সিসিটিভি ক্যামেরা ও জিপিএস স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরো বলেন, আগামী জুন মাসের ২ তারিখ থেকে ভারতের সব গণপরিবহনে এসব যন্ত্র বসানো হবে। ইতিমধ্যে রাজস্থানে ২০টি বাসে এই অ্যালার্ম বসানো হয়েছে।  ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির একটি চলন্ত বাসে নির্ভয়াকে (ছদ্মনাম) তাঁর পুরুষ বন্ধুর সামনেই চারজন ধর্ষণ করে। মারাত্মকভাবে আহতাবস্থায় চলন্ত বাস থেকে বন্ধুসহ তাঁকে ফেলে দেওয়া হয়। পুলিশের কাছে জবানবন্দি দিলেও কয়েক দিন পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে সরকার দ্রুত প্রচলিত আইনে সংশোধন এনে তাদের কঠোর সাজার বন্দোবস্ত করে। জড়িত ছয়জনের একজন কারাগারে আত্মহত্যা করে। বাকিদের মধ্যে চারজনের ফাঁসির দণ্ড হয় এবং অন্যজন অপ্রাপ্তবয়স্ক বলে তার তিন বছরের সাজা হয়।  সেই ঘটনার পর নারী নিরাপত্তার দাবিতে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত মাসে ভারত সরকার ঘোষণা করেন, ২০১৭ সালের মধ্যে সব মোবাইল ফোন ব্যবহারকারীদের তাঁদের মোবাইলে অবশ্যই বিল্ট ইন প্যানিক বাটন স্থাপন করতে হবে। ওই একটি বাটনে চাপ দিলেই জরুরি সেবা পাওয়া যাবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates