জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বুধবার ছয় দিনের সফরে দক্ষিণ কোরিয়া পৌঁছার কথা রয়েছে। এতে নিজ দেশের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তার অংশ নেয়ার গুজব জোরদার হয়েছে।
সফরকালে বান দক্ষিণাঞ্চলের গিয়ংজু নগরীতে জাতিসংঘ এনজিও সম্মেলনসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ফোরামে অংশ নেবেন। তবে তিনি রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে কোন আনুষ্ঠানিক আলোচনা করবেন না বলে ধারণা করা হচ্ছে।
মৃদুভাষী ৭১ বছর বয়সী বান চলতি বছরের শেষে জাতিসংঘের মহাসচিবের পদ থেকে পদত্যাগ করবেন। ২০১৭ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
ক্ষমতাসীন রক্ষণশীল সায়েনুরি পার্টি স্পষ্ট করে বলেছে, বান প্রার্থী হলে তাকে স্বাগত জানানো হবে। দলটি গত এপ্রিলে পার্লামেন্ট নির্বাচনে পরাজিত হয়েছে।
দ. কোরিয়ায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বানের। দেশটিতে জাতিসংঘ প্রধান হিসেবে তার পদটিকে জাতীয় গর্ব বলে বিবেচনা করা হয়। বাসস
No comments:
Post a Comment