Monday, May 30, 2016
ব্রাজিলে টেপ ফাঁসের ঘটনায় ক্ষমতাচ্যুত নয়া মন্ত্রী
ব্রাজিলে সবচেয়ে বড় রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের দুর্নীতি নিয়ে চলা তদন্ত বন্ধের নির্দেশ দিয়ে মন্ত্রিত্ব হারালেন সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রী রোমেরো জুকা। এ সংক্রান্ত একটি অডিও টেপ ফাঁস হওয়ার পর তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। রোমেরো জুকা দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মিশেল তেমেরের ঘনিষ্ঠ বলে পরিচিত। এ ঘটনার পর একটি বড় ধাক্কা খেলেন তেমের। দুর্নীতির ঘটনা তদন্ত সংক্রান্ত রোমেরো জুকার কথোপকথন দেশটির পত্রিকা ফলহা ডি সাও পাওলো পত্রিকা প্রকাশ করে। এতে তাকে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রব্রাসের দুর্নীতি তদন্ত না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিতে শোনা গেছে। সেখানে উল্লেখ করা হয়, তেল কোম্পানি পেট্রোব্রাসের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতেই ব্রাজিলের বিচারাধীন প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্র করেছিলেন জুকা। এদিকে অডিও টেপের কণ্ঠটি নিজের স্বীকার করলেও রোমেরো জুকা কোনো ধরনের ষড়যন্ত্রের খবর নাকচ করে দেন। তিনি বলেন, পত্রিকায় তার কথার ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। তার ভাষায়,‘তদন্ত করাটা কোনো দোষের নয়। কিন্তু অভিযুক্ত হওয়াটা দোষের। তদন্তে প্রভাব ফেলতে পারে আমি এমন কোনো অন্যয় কাজ করিনি।’ প্রেসিডেন্ট রৌসেফের বিরুদ্ধে অভিশংসনের পক্ষে যারা কাজ করেছেন তাদের অন্যতম হচ্ছেন এই জুকা। তিনি তেমেরের দল পিএমডিবি’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পেট্রোবাস কেলেঙ্কারীর ঘটনায় ব্রাজিলের নতুন সরকারের আরো তিন পিএমডিবি মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলছে।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment