টস হেরে ব্যাটিং করতে নামা গুজরাটের শুরুটা ভালো হয়নি। তবে ফিঞ্চের ৩২ বলে ৫০ ও ব্যান্ডন ম্যাককলামের ৩২ রানে ভর করে ১৬২ রানের লড়াকু সংগ্রহ করে এবারের আসরের নতুন দল গুজরাট। হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার ২৭ রানে ২ উইকেট নেন। মুস্তাফিজুর বদলি হিসেবে নামা ট্রেন্ট বোল্ট নেন এক উইকেট। তবে তিনি রান দেন ৩৯টি।
জবাবে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায় হায়দরাবাদ। এরপর হেনরিকস ফিরে যান ১১ রান করে। দলয়ি ৬১ রানে আউট হন আগের ম্যাচে জয়ের নায়ক যুবরাজ সিং। এরপর দীপক হুদা আউট হন মাত্র ৪ রান করে।
তবে অন্যপ্রান্তে অবিচল থাকেন ওয়ার্নার। ৫৮ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৯৩ রান করে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন হায়দরাবাদ অধিনায়ক। গুজরাটের ডোয়াইন ব্রাভো ও শিভিল কৌশিক দু’টি করে উইকেট নেন।
ব্যাঙ্গালুরুতে আগামী রোববার ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে সানরাইজার্স। এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে কাটার মাস্টার মুস্তাফিজের।
No comments:
Post a Comment