কিছুদিন আগেই ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়েন রাশিয়ার হার্টথ্রব টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভা। ফলে সাময়িকভাবে শারাপোভাকে টেনিস কোর্টে নিষিদ্ধ করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। তারপরও আগামী আগস্টে রিও অলিম্পিকের জন্য রাশিয়ার মহিলা দলে শারাপোভাকে রেখেছে রুশ টেনিস ফেডারেশন।
অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন ডোপ নেন শারাপোভা। অবশ্য ডোপ নেয়ার বিষয়টি নিজেই স্বীকার করেছিলেন তিনি। সংবাদ সম্মেলনে শারাপোভা স্বীকার করেছিলেন, 'নিষিদ্ধ ডোপ মেলডোনিয়াম নিয়েছেন।' তাই ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় গত ১২ মার্চ টেনিস কোর্টে সাময়িকভাবে নিষিদ্ধ হন তিনি। তারপরও অলিম্পিকের জন্য ঘোষিত দলে নাম আছে শারাপোভার!
কেন শারাপোভাকে দলে রেখেছে রুশ টেনিস ফেডারেশন, সেই ব্যাখাটা দিলেন ফেডারেশনের প্রেসিডেন্ট শামিল তারপিচেভ। তিনি বলেন, 'চলমান ফ্রেঞ্চ ওপেন শেষ হবার আগেই শারাপোভার নির্বাসন শেষ হয়ে যাবে। সেই সাথে ৬ জুনের আগে শারাপোভার নির্বাসন সম্পর্কিত যাবতীয় বির্তকেরও অবসান ঘটবে। এরমধ্যে শারাপোভাকে কোর্টে খেলার অনুমতিও দেবে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। তাই শারাপোভাকে রেখেই আমরা দল ঘোষণা করেছি। আশা করছি আমাদের লক্ষ্য পূরণ হবে।'
অলিম্পিকে এখন পর্যন্ত স্বর্ণ জিততে পারেননি শারাপোভা। রৌপ্য জিতেছেন তিনি। ২০১২ সালের অলিম্পিকে যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের কাছে হেরে রুপা জিতেছিলেন শারাপোভা। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ২৯ বছর বয়সী শারাপোভা। বাসস।
No comments:
Post a Comment