ফ্রান্সে নতুন শ্রম আইনের বিরোধিতায় চলা শ্রমিক আন্দোলনে এবার যোগ দিয়েছে রেলওয়ে শ্রমিকেরা। শ্রমিক আন্দোলনের মুখে তেলের অভাবে থাকা দেশটির যোগাযোগ ব্যবস্থা আরো ভেঙ্গে পড়তে পারে বলে জানিয়েছে বিবিসি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোস হল্যান্ড জানিয়েছেন, কর্মী নিয়োগ ও ছাটাই সহজ করার জন্য করা এই আইন থেকে পিছিয়ে আসবেন না তিনি।
এদিকে ফ্রান্সে যোগাযোগ ব্যবস্থা ক্রমে ভেঙ্গে পড়ছে। শ্রমিক আন্দোলনের মুখে শোধনাগার গুলো বন্ধ থাকায় জ্বালানী তেলের স্বল্পতা দেখা দিয়েছে। সেই সঙ্গে এই সপ্তাহ থেকে দেশটির বিমানের পাইলটরাও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করবে বলে ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি এখন ট্রেনের শ্রমিকরাও আন্দোলন শুরু করায় দেশটির যোগাযোগ ব্যবস্থা একেবারেই মুখ থুবড়ে পড়বে।
উল্লেখ্য, ইউরো ২০১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজক ফ্রান্স। বিশ্ব ফুটবলের অন্যতম এই আসরটি দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে। বাসস।
No comments:
Post a Comment