Saturday, May 28, 2016
রবিবার মুস্তাফিজ-কোহলিদের শিরোপা লড়াই
মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন তো ফাইনালে? আইপিএলের বাতাসে ভেসে বেড়াচ্ছে কোটি টাকার প্রশ্ন। আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কিছুই। সানরাইজার্স হায়দ্রাবাদের বাংলাদেশি ফাস্ট বোলার কোয়ালিফায়ারে খেলতে পারেননি। হ্যামস্ট্রিংয়ে চোট। হায়দ্রাবাদও 'হ্যাঁ, 'না' কিছুই এখন জানাবে না নিশ্চয়ই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থাকুক সংশয়ে। আরসিবির বিপক্ষেই রবিবার আইপিএলের ফাইনাল খেলতে নামছে হায়দ্রাবাদ। রাত সাড়ে আটটায় শুরু খেলা। জয়ী দল প্রথমবারের মতো হবে আইপিএলের চ্যাম্পিয়ন। খেলাটা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। শনিবার দিল্লিতে খেলে এসেছে হায়দ্রাবাদ। মোটেও সুযোগ নেই প্রতিপক্ষের মাঠে মানিয়ে নেওয়ার। সরাসরি নামতে হচ্ছে শিরোপা লড়াইয়ে। যে লড়াইয়ে এই প্রথমবারের মতোই নামছে তারা। আরসিবির অবশ্য দুবারের অভিজ্ঞতা আছে। ২০০৯ ও ২০১১ আইপিএলের ফাইনালে খেলেছে। সমস্যার কথা হলো, একবারও জিততে পারেনি। মানসিক বাধাটা অবশ্যই দুশ্চিন্তার কারণ তাদের জন্য। বেঙ্গালুরুর ফাইনালের উইকেটকে রান প্রসবা করার সব চেষ্টাই থাকার কথা। টি-টোয়েন্টি রানের খেলা। আইপিএল ফাইনালে তা না হলে চলে? এখানে আরসিবির কোয়ালিফায়ার ম্যাচ অবশ্য অতো রান দিতে পারেনি। উল্টো স্বাগতিকরাই পড়েছিল বিপদে। পরে এবি ডি ভিলিয়ার্সের বীরোচিত ব্যাটিং ফাইনালে তুলে দেয় তাদের অবিশ্বাস্য ভাবে। বিরাট কোহলি আরসিবির অধিনায়ক। এই টুর্নামেন্টে ব্যাটিংয়ের সবচেয়ে বড় আকর্ষণ। ৪টি সেঞ্চুরি করেছেন এবারই। ৬টি ফিফটি। প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ১০০০ রান থেকে ৮১ রান দুরে। বেঙ্গালুরুতে খেলা ৮ ম্যাচে আছে তিনটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি। হায়দ্রাবাদের জন্য শুধু তিনি নন, হুমকি ডি ভিলিয়ার্সও। ৬৮২ রান তার। অপরাজিত ৭৯ রানের ইনিংসে দলকে এনেছেন ফাইনালে। এই দুই ভয়ঙ্কর ব্যাটসম্যান গুড়িয়ে দিচ্ছেন প্রতিপক্ষদের। শেষ আট ম্যাচের সাতটি জিতেছে আরসিবি। অফ ফর্ম ক্রিস গেইলের জ্বলে ওঠার শেষ সুযোগ। হায়দ্রাবাদ ফাইনালে এসেছে টানা দুটি নক আউট ম্যাচ জিতে। তাদের স্নায়ু তাই কম শক্ত না! বোলিং নির্ভর দল তারা। যদিও অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৭৭৯ রান করে এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। তিনি একা হাতেও বেশ জেতাচ্ছেন। কিন্তু ভুবনেশ্বর কুমার-মুস্তাফিজ-মজেজ হেনরিকেস-বারিন্দর স্রানরা মূল শক্তি। ভুবনেশ্বর-মুস্তাফিজরা ডেথ ওভারে তুখোড়। মুস্তাফিজ ১৫ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। ভুবনেশ্বর সমান ম্যাচে ২৩ উইকেটে নিয়ে এবারের আইপিএলের সেরা। হেনরিকেসও নিয়েছেন ১২ উইকেট। স্রানের ১৩ ম্যাচে ১৩ উইকেট। ফাস্ট বোলার শেন ওয়াটসন ও লেগ স্পিনার ইউজবেন্দ্র চাহাল মিলে নিয়েছেন ৪০ উইকেট। দুজনের শিকার ২০টি করে। এই দুজনই আসলে আরসিবির বোলিংয়ের চালিকা শক্তি। পুরো আসরে দুর্দান্ত তারা। সব মিলিয়ে বোলিংকে হায়দ্রাবাদের তুলনায় ভালো বলা যাচ্ছে না। কিন্তু ব্যাটিং-বোলিং মিলিয়ে তুলনা করলে দুই দলের কোনোটিকে পিছিয়ে রাখা যাচ্ছে না। শিরোপাটা রবিবার কার হাতে উঠছে তা আগে থেকে বলার উপায় নেই তাই।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment