সিরিয়ায় শান্তি আলোচনায় সফলতা না পাওয়ায় পদত্যাগ করেছেন প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ অলউশ। তিনি হাই নেগোশিয়েশনস কমিটির (এইচএনসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বলেছেন, শান্তি সংলাপ কোন সমাধান আনতে পারছে না। এর জন্য তিনি মূলত দায়ী করেছেন সিরিয়ান সরকারকে। খবর বিবিসি।
গত মাসে জেনেভায় সিরিয়া সরকারের একজন প্রতিনিধির সঙ্গে জাতিসংঘের উদ্যোগে শান্তি সংলাপ শুরু হয়। কিন্তু এইচএনসি তা স্থগিত করে। ওই সংলাপ কবে আবার শুরু হবে তার কোন দিনক্ষণ এখনও জানা যায় নি।
মোহাম্মদ আলউশ বলেছেন, সরকারের একগুঁয়েমির কারণে তিন দফা আলোচনা ব্যর্থ হয়েছে। তারা সিরিয়ার জনগণের ওপর অব্যাহতভাবে বোমা বর্ষণ ও আগ্রাসন চালিয়ে যাচ্ছে। শুধু এই নয়, সৌদি আরব সমর্থিত এইচএনসি কয়েক মাস ধরে জেনেভা সংলাপের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করে আসছে। বেদখল হওয়া এলাকাগুলোতে মানবিক ত্রাণ না পৌঁছানোর কারণে ক্ষোভ দেখা দিয়েছে।
উল্লেখ্য, মে মাসে সিরিয়ায় নতুন করে আবারো সরকার বাহিনীর আক্রমণে প্রাণ হারিয়েছে সাধারণ মানুষ। সেই শান্তি আলোচনা বিনষ্ট হওয়ার সম্ভবানার মধ্যেই আলউশের পদত্যাগে দেশটির অবস্থা আরো খারাপ হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। বিবিসি।
No comments:
Post a Comment