Saturday, May 28, 2016
এই বাড়িতেই থাকবেন ওবামা
সাদা বাড়িতে ক্ষমতায় সিক্ত রঙিন জীবন কাটানোর মেয়াদ শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রো-আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামার। পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কিংবা হিলারি যেই আসুন, তাকে থাকার জন্য ছেড়ে দিতে হবে ওই বাড়ি। এরপর স্ত্রী ও মেয়েদের নিয়ে কোথায় গিয়ে উঠবেন ওবামা? রাজধানীতেই থাকছেন তিনি। ওয়াশিংটন ডিসির কালোরামায় একটি বাড়ি ইজারা নিয়েছেন। খরচ পড়েছে ৪৩ লাখ ডলার (৩৩ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৫৩৫ টাকা)। শিকাগোর নিজের বাড়িতে না গিয়ে ছোট মেয়ের পড়ালেখার কথা ভেবে ওবামা দম্পতি এ সিদ্ধান্ত নিয়েছেন। পলিটিকো ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৮ হাজার ২০০ বর্গফুটের ওই বাড়িতে আছে নয়টি শোয়ার ঘর, আলাদা প্রসাধন কক্ষ, আটটি গোসলখানা, বিনোদনের জায়গা ও বাগান। ১৯২৮ সালে নির্মাণ করা এ বাড়িটির রান্নাঘরও অন্য ধরনের। ছয়টি বার্নার স্টোভ আছে এতে। আছে গৃহপরিচারকদের জন্য আলাদা ঘর। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওবামা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রেস সেক্রেটারি জো লকহার্টের কাছ থেকে ওই বাড়িটি ইজারা নিয়েছেন। বাড়িটির ওপরের তলায় রয়েছে একটি অফিসঘর। মালিয়া-শাশার কোনো বন্ধু বেড়াতে এলে এ ঘরেই তাদের থাকতে দেওয়া হবে। অবসর সময়ে সেখানে বসে আত্মজীবনী লিখবেন ওবামা। সিএনএন।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment