রাষ্ট্রপতিশাসিত সংযুক্ত প্রজাতন্ত্র ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। অন্যদিকে বিশ্বে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল ব্রিকসের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া জাতিসংঘ, জি-২০, লাতিন ইউনিয়ন, অর্গানাইজেশন অব ইবেরো আমেরিকান স্টেটস ও ইউনিয়ন অব সাউথ আমেরিকান নেশন্সের সদস্য হিসেবে ব্রাজিল আন্তর্জাতিক অঙ্গনে সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি ফেডারেল ডিস্ট্রিক্ট, ২৬টি প্রদেশ, ৫৫৬৪টি মিউনিসিপ্যালিটি নিয়ে গঠিত ব্রাজিলের লোকসংখ্যা প্রায় ১৯ কোটি। তিনটি টাইম জোনে বিভক্ত ব্রাজিলের আয়তন ৫,২৯০, ৮৯৯ বর্গমাইল। ফুটবল আর সাম্বা নৃত্যের জন্য বিখ্যাত ব্রাজিলের বর্তমান সংবিধান গৃহীত হয় ১৯৮৮ সালে।
মুলত ২০০৯ সাল থেকে ব্রাজিলে বাংলাদেশীদের আগমন শুরু ।প্রথম বাংলাদেশ থেকে কেও সরাসরি ব্রাজিল আসতে ভিসা পেত না। তাই ভলিবিয়া, আর্জেন্টিনা , পেরু, প্যারাগুয়ে , গায়েনা,হয়ে ব্রাজিল আসতে হত ।
তবে ২০১২ সালে বাংলাদেশ ও ব্রাজিল কুটনৈতিক সম্পর্কে যুক্ত হয় তাই এখন বাংলাদেশ থেকে সরাসরি ভিসা নিয়ে ব্রাজিল আসা যায় ।
অন্যান্য দেশ থেকে ব্রাজিল অনেক সহজে থাকার আনুমতি পাওয়া যায়। এমন কি অল্প সময়ে এদেশের সিটিজেন পাওয়া যায় । তাই ২০১৬ সালেই অনেক প্রবাসী বাংলাদেশী তাদের পরিবার ও সন্তানদের ব্রাজিল নিয়ে এসে স্থায়ী বসবাস শুরু করেছেন।
সম্প্রতি ব্রাজিলের এক সরকারী কর্মকর্তা বলেছেন -২০১৭ সালের মধ্যে হয়তো আমেরিকা, লন্ডন এর মত এখানে ( ব্রাজিলে ) বাংলাদেশী ও অন্যান্য দেশী প্রবাসীরা পরিবার নিয়ে স্থায়ী বসবাস শুরু করবেন।
good news
ReplyDelete